Debi Baran 2025

কোয়েলের পাশে নিসপাল, নুসরতের পাশে যশ! কোন বিদেশি নায়িকার সঙ্গে সিঁদুর খেললেন শুভ্রজিৎ?

পুজোর পাঁচটা দিন ওঁরা বাকিদের মতোই। ঠাকুর দেখা, ভূরিভোজ হয়ে সিঁদুরখেলা— কিচ্ছু বাদ দেন না তারকারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১২:১৮
Share:

নিসপাল সিংহ রানের সঙ্গে কোয়েল মল্লিক, সপরিবার যশ দাশগুপ্ত। ছবি: ইনস্টাগ্রাম।

সারা বছর চূড়ান্ত ব্যস্ততা। ষষ্ঠী থেকে দশমী— ওঁরা মুক্ত বিহঙ্গ। রুপোলি পর্দার জৌলুস গায়ে জড়িয়েই ঠাকুর দেখেন, আড্ডা দেন, ভূরিভোজ সারেন। সিঁদুরখেলায় মাতেন। কেউ নিজের বাড়ির পুজোতেই আচার মানেন। কেউ পৌঁছে যান বারোয়ারি পুজোমণ্ডপে।

Advertisement

যেমন, কোয়েল মল্লিক। পুজোর চারটে দিন তিনি ভবানীপুরের বাড়িতে। এ বছর মল্লিকবাড়ির পুজোর বয়স ১০১ বছর। রীতি মেনে বৃহস্পতিবার সিঁদুরখেলায় মাতেন মল্লিকবাড়ির মেয়েরা। চওড়া লাল পাড়, সাদা শাড়ি। কপালে, গালে সিঁদুর। ঝলমল করছেন নায়িকা। কোয়েলের সিঁদুরখেলায় সঙ্গী প্রযোজক স্বামী নিসপাল সিংহ রানে।

টলিপাড়া বলে, তাঁদের মধ্যে নাকি এই ভাব এই আড়ি! সেই সব দূরে সরিয়ে দেবীবরণে একসঙ্গে যশ দাশগুপ্ত, নুসরত জাহান আর তাঁদের সন্তান ঈশান দাশগুপ্ত। বাবা-ছেলে এ দিন পাজামা-পাঞ্জাবিতে সাজমিলন্তি। নুসরতও লাল পাড়, সাদা শাড়ি, শাঁখা-পলায় সুন্দরী। কপালে, সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর।

Advertisement

শুভ্রজিৎ মিত্র, আলেকজান্দ্রা টেলর, সুদীপা চট্টোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম।

নিন্দকদের যাবতীয় কটাক্ষ নস্যাৎ করে ভাল ফল করছে শুভ্রজিৎ মিত্রের পুজোর ছবি ‘দেবী চৌধুরাণী’। সে‌ই আনন্দেই পরিচালক বিদেশি নায়িকা আলেকজান্দ্রা টেলরের সঙ্গে সিঁদুরখেলায় মাতলেন? শুভ্রজিতের লাল পাঞ্জাবি, গালে, কপালে সিঁদুর। শ্বেতাঙ্গিনী আরও সুন্দর সিঁদুরের ছোঁয়ায়। ছবি দেখে টলিউডে ফের ফিসফাস, তা হলে কি পরিচালকের আগামী ছবিতে বিদেশি নায়িকা থাকছেন?

দেবীবরণে সায়নী ঘোষ, প্রিয়াঙ্কা সরকার। ছবি: ইনস্টাগ্রাম।

বৃহস্পতিবার দুপুরে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের পুজোয় সিঁদুর খেলতে এসেছিলেন রাজনীতিবিদ-অভিনেত্রী সায়নী ঘোষ, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। দেবীর আশীর্বাদ যাতে সকলের উপরে ছড়িয়ে পড়ে— এই প্রার্থনা ছিল তাঁদের। পরিবার এবং আমন্ত্রিত সকলকে নিয়ে সিঁদুর খেলেন সুদীপা চট্টোপাধ্যায়ও।

পূজারিণী ঘোষ, রিজওয়ান রব্বানি শেখ, শার্লি মোদক, অভিষেক বসু। ছবি: ইনস্টাগ্রাম।

এ বছর শার্লি মোদকের বিয়ের প্রথম বছর। লাল পাড়ের সাদা গরদ আর সোনার গয়নায় সেজে দেবীবরণ করতে আসেন ছোটপর্দার অভিনেত্রী। রীতি মেনে প্রতিমাকে বিদায় জানিয়ে, উপস্থিত বাকিদের সঙ্গে তিনিও মাতেন সিঁদুরখেলায়। একই ভাবে সিঁদুর খেলতে দেখা যায় অভিনেতা রিজ়ওয়ান রব্বানি শেখ, পূজারিণী ঘোষকেও। ঢাকের তালে নেচে ওঠেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement