Kanchan-Sreemoyee

পোশাকে রংমিলন্তি, স্ত্রী শ্রীময়ীকে সিঁদুরে রাঙালেন স্বামী কাঞ্চন, ছবি ছড়িয়ে পড়তে কী বললেন অভিনেত্রী?

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে কাঞ্চন-শ্রীময়ীর সিঁদুরখেলার ছবি। বন্ধুর বাড়ির পুজোর প্রতিটা মুহূর্ত উপভোগ করেছেন তাঁরা। মেয়ে কৃষভিকে নিয়ে পুরো পুজোটা চুটিয়ে উপভোগ করেছেন তারকাদম্পতি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১১:০৬
Share:

কাঞ্চন-শ্রীময়ীর সিঁদুরখেলা। ছবি: সংগৃহীত।

খোঁপায় বাঁধা জুঁইফুলের মালা। সোনার গয়নায় মোড়ানো আপাদমস্তক। লাল-সাদা শাড়িতে সেজে মাকে বরণ করলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। সঙ্গী হলেন স্বামী কাঞ্চন মল্লিক। স্ত্রীর শাড়ির সঙ্গে মিলিয়ে বেছে নিয়েছিলেন লাল রঙের পাঞ্জাবি। পরস্পরকে সিঁদুরে রাঙালেন তাঁরা।

Advertisement

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে কাঞ্চন-শ্রীময়ীর সিঁদুরখেলার ছবি। বন্ধুর বাড়ির পুজোর প্রতিটা মুহূর্ত উপভোগ করেছেন তাঁরা। মেয়ে কৃষভিকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন শ্রীময়ী। যেমনটা পরিকল্পনা করেছিলেন, তেমনটাই করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, কৃষভি খুব উপভোগ করেছে ঠাকুর দেখা। বাবার কোলে চড়ে অনেক জায়গা ঘুরেছে। আগের বছর অন্তঃসত্ত্বা অবস্থাতেও বন্ধুদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিলেন শ্রীময়ী।

দশমীর রাতে কাঞ্চন-শ্রীময়ী। নিজস্ব চিত্র।

অভিনেত্রী বলেন, “পুজোর সময় প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা যেন নেশার মতো। আগের বছরও কৃষভি যখন পেটে, সেই অবস্থায়ই গিয়েছিলাম অনেক জায়গায়। তাই এই বছর আরও বেশি ঘুরব।” কাঞ্চন এবং শ্রীময়ীর সিঁদুরখেলার মুহূর্তের ছবি দেখে তাঁদের অনুরাগীরাও খুশি। সবাই বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। পুজো মিটতেই শ্রীময়ীর এখন লক্ষ্মীপুজোর ব্যস্ততা। কাঞ্চনের বাড়িতে প্রায় সব পুজোই হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement