Entertainment News

প্রয়াত হলেন রাজ কপূরের স্ত্রী কৃষ্ণা রাজ কপূর

রণধীর সংবাদ সংস্থাকে বলেন, ‘‘আজ ভোর পাঁচটায় হৃদরোগে আক্রান্ত হয়ে আমার মা কৃষ্ণা রাজ কপূর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়সজনিত সমস্যা ছিল ওঁর। আমরা গভীর ভাবে শোকাহত।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৮ ১২:৪৯
Share:

কৃষ্ণা রাজ কপূর।

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন রাজ কপূরের স্ত্রী কৃষ্ণা রাজ কপূর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। সোমবার সকালে কৃষ্ণার মৃত্যুর খবর জানান তাঁর ছেলে রণধীর কপূর।

Advertisement

রণধীর সংবাদ সংস্থাকে বলেন, ‘‘আজ ভোর পাঁচটায় হৃদরোগে আক্রান্ত হয়ে আমার মা কৃষ্ণা রাজ কপূর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়সজনিত সমস্যা ছিল ওঁর। আমরা গভীর ভাবে শোকাহত।’’

কৃষ্ণাকে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েছেন বলি মহলের বহু তারকা। আমির খান লিখেছেন, ‘রাজ কপূর ছিলেন সিনেমা তৈরির ইনস্টিটিউশন। আর কী ভাবে জীবনে বাঁচতে হয় তার প্রতিষ্ঠান ছিলেন কৃষ্ণাজি।’ অনুপম খের টুইট করেছেন, ‘কৃষ্ণাজির আত্মার শান্তি কামনা করি।’ সোহা আলি খান বলেছেন, ‘আমি যে কয়েকবার ওঁর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি, তা আমার স্মৃতিতে থাকবে।’

Advertisement

আরও পড়ুন, ছবি বাঁচাতে রামমন্দির প্রশ্নে স্পিকটি নট আমির

৩০ ডিসেম্বর, ১৯৩০-এ জন্ম হয় কৃষ্ণার। ১৯৪৬-এ রাজ কপূরের সঙ্গে বিয়ে হয়েছিল কৃষ্ণার ৷ তাঁদের পাঁচ সন্তান। ঋষি কপূর, রণধীর কপূর, রাজীব কপূর, ঋতু নন্দা এবং রিমা কপূর ৷ চেম্বুর শ্মশানে কৃষ্ণার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে৷

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকাবাংলা খবরপড়তে চোখ রাখুন আমাদেরবিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement