Entertainment News

সোশ্যাল মিডিয়ায় ফের সাহসী ছবি শেয়ার করলেন কৃষ্ণা

কৃষ্ণা মাঝেমধ্যেই সাহসী ছবি পোস্ট করে থাকেন। এই মুহূর্তে তিনি ছুটি কাটাচ্ছেন বালিতে। সেখানেই অবসরে হোটেলের সুইমিং পুলে সাঁতার কাটতে দেখা হিয়েছে এই স্টার কিডকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৭ ১০:২৩
Share:

কৃষ্ণা শ্রফ। ছবি: কৃষ্ণার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

বোল্ড ফটোশুটে এর আগেই নজরে এসেছেন জ্যাকি শ্রফের কন্যা কৃষ্ণা শ্রফ। ফের স্যোশাল মিডিয়ায় ঝড় তুললেন তিনি। কোনও নতুন ছবিতে মুখ দেখিয়ে নয়, বরং বিকিনি পরে!

Advertisement

আরও পড়ুন, নিপ‌্ল না দেখালে নুড কীসের! সাফাই কৃষ্ণার

কৃষ্ণা মাঝেমধ্যেই সাহসী ছবি পোস্ট করে থাকেন। এই মুহূর্তে তিনি ছুটি কাটাচ্ছেন বালিতে। সেখানেই অবসরে হোটেলের সুইমিং পুলে সাঁতার কাটতে দেখা হিয়েছে এই স্টার কিডকে। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কৃষ্ণা। ক্যাপশনে লিখেছেন ‘হ্যাপি উইকেন্ড’।

Advertisement

আরও পড়ুন, জ্যাকি কন্যার সাহসী ফোটোশুট!

ওয়েব দুনিয়ায় কী ভাবে নিজের ওপর লাইমলাইট রাখতে হয় তা ভালই রপ্ত করেছেন কৃষ্ণা। ভাই টাইগারের ছবি ‘মুন্না মাইকেল’এ সাবির খানকে অ্যাসিস্ট করেছেন কৃষ্ণা। কিন্তু এই মুহূর্তে অভিনয় করবেন নাকি ক্যামেরার পিছনেই তিনি স্বচ্ছন্দ তা খোলসা করেননি কৃষ্ণা। 🌸🍃 🌈✨

🌸🍃 🌈✨

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement