nupur sanon engagement ring

তিনমুখী হিরের আংটি দিয়ে কৃতির বোনকে বিয়ের প্রস্তাব স্টেবিনের, বিশেষ ধরনের এই আংটির দাম কত?

বলিউড অভিনেত্রী কৃতি সেননের বোনকে ত্রিমুখী হিরের আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিলেন গায়ক স্টেবিন। এই বিশেষ আংটি কিনতে কত খরচ হল গায়কের?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৫:৪৮
Share:

নূপুর সেননের হিরের আংটির দাম কত? ছবি: সংগৃহীত।

সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের অভিনেত্রী কৃতি সেননের বোন নূপুর সেনন। গায়ক স্টেবিন বেনের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। ২০২৬ সালের জানুয়ারিতে উদয়পুরে বিয়ে সারার পরিকল্পনা তাঁদের। এর আগে বিদেশে বাগ্‌দান সারলেন স্টেবিন ও নূপুর। কৃতির বোনকে ত্রিমুখী হিরের আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিলেন গায়ক স্টেবিন। এই বিশেষ ধরনের আংটি কিনতে কত খরচ করলেন গায়ক?

Advertisement

কৃতির বোন নূপুর নিজেও মডেল ও অভিনেত্রী। তবে দিদির মতো সাফল্য পাননি কখনওই। বেশ কিছু মিউজ়িক ভিডিয়োয় কাজ করছেন। তবে এখনও সিনেমায় তাঁর শিকে ছেঁড়েনি। যদিও কৃতি চেষ্টা করেছিলেন বোনকে সিনেমায় নিয়ে আসার। সফল হননি। এ বার বিয়ে করে সংসারী হচ্ছেন নূপুর। হবু স্বামী স্টিবেন প্রমোদতরীতে নিয়ে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, একেবারে সিনেমার মতো।

নূপুর লেখেন, ‘‘এই ‘হ্যাঁ’টা আমার জীবনে সব চেয়ে সহজতম সিদ্ধান্ত।’’ যে আংটিটি নূপুর পরেছেন, তাঁর মাঝখানে একটি হিরে, দু’দিকে দু’টি হিরে। এটাকে মার্কুইজ় কাটের হিরে বলা হয়। এটা নাকি নূপুরের শিল্পীসত্তা ও স্বাধীনচেতা নারীর সত্তাকে প্রতিফলিত করে। এ ছাড়াও এই হিরেতে ইউরোপীয় ঘরানার ছোঁয়া রয়েছে বলে দাবি করা হয়েছে। মাঝের হিরেটি প্রায় ০.৮০ ক্যারাটের। পাশের দু’টি হিরে আকারে অনেকটাই ছোট। ত্রিমুখী এই হিরের আংটির বর্তমান বাজার মূল্য প্রায় ৮ লক্ষ ৩২ হাজারেরর কাছাকাছি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement