Nupur Sanon

‘এই ভাবে জালিয়াতি করছেন!’ কৃতি শ্যাননের বোন নুপূরের বিরুদ্ধে উঠল একগুচ্ছ অভিযোগ

২০২৩ সালে তেলুগু ছবির মাধ্যনে বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী নুপূর শ্যাননের। সেই সঙ্গে একটি ব্যবসাও খুলেছেন তিনি। তার পরেই যা ঘটল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১৩:৩৭
Share:

কৃতির বোনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ। ছবি: সংগৃহীত।

শুধু অভিনয় আর নয়। প্রায় সব অভিনেতা-অভিনেত্রীই রোল ক্যামেরা, অ্যাকশনের বাইরে অন্য কিছু করার পরিকল্পনা করছেন। কেউ নিজের গয়নার ব্র্যান্ড তৈরি করছেন। কেউ রেস্তরাঁ খুলছেন। কেউ আবার প্রসাধনীর দ্রব্যের ব্যবসায় মন দিচ্ছেন। অভিনেত্রী নুপূর শ্যাননও পোশাকের একটি ব্র্যান্ড তৈরি করেছেন। অনলাইনে যে কেউ ইচ্ছা করলেই তাঁর ব্র্যান্ডের পোশাক কিনতে পারবেন। এখানেই বেধেছে গোলমাল। অভিনেত্রী ছাড়াও ইন্ডাস্ট্রিতে নুপূরের আর একটি পরিচয় আছে। অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নুপূর। ফলে মাত্র দুটো ছবিতে অভিনয় করলেও তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। এই পোশাকের ব্যবসার জন্য অপমানিত হতে হল নুপূরকে। ক্রেতাদের অভিযোগ, পোশাক পিছু অতিরিক্ত বেশি দাম নিচ্ছেন নুপূর। সমাজমাধ্যমের পাতায় রোষও উগরে দিয়েছেন অনেকে।

Advertisement

আরব সাগর পারে শিল্পা শেট্টির রেস্তরাঁ নিয়ে কিছু দিন আগে অনেকেই বিরক্তি প্রকাশ করেছিলেন। কিছু লোক লিখেছিলেন, অতিরিক্ত বেশি দাম নায়িকার রেস্তরাঁর খাবারের। তার উপর খাবারের পরিমাণ কম দেওয়া হয়। এ বার নুপূরের পোশাকের সংস্থার বিরুদ্ধেও খানিকটা তেমনই অভিযোগ। ক্রেতাদের বক্তব্য, আর পাঁচটা সাধারণ পোশাকের থেকে এমন কিছু আলাদা নয়। কিন্তু তাও কেন এত দাম নিচ্ছেন তিনি?

নুপূরের সংস্থার পোশাকের দাম ১০ হাজার টাকা থেকে শুরু। সেই জামাই ক্রেতারা ৮০০ টাকা বা ১০০০ টাকায় পাচ্ছেন অন্য জায়গায়। তাঁদের প্রশ্ন, একই ধরনের পোশাক ১০ হাজার টাকা দিয়ে কেন কিনবেন তাঁরা? এক্স হ্যান্ডলে সেই ক্ষোভই উগরে দিয়েছেন তাঁরা। অনেকেই লিখেছেন, “এ ভাবে জালিয়াতি করছেন আপনারা! এ ভাবে বোকা বানাচ্ছেন? ঠিক করছেন না।” এ প্রসঙ্গে এখনও পর্যন্ত নুপূর বা কৃতি কেউই কোনও মন্তব্য করেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement