Kubbra Sait

আন্দামানে এক রাতের আলাপে সঙ্গম, গর্ভপাত করানোর অভিজ্ঞতা জানালেন কুবরা সেট

৩০ বয়সে গর্ভপাত করাতে হয় তাঁকে। তা-ও এক রাতের আলাপের বন্ধুর কারণে। গোটা ঘটনায় কী প্রতিক্রিয়া কুবরার জীবনে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৮:৩৬
Share:

অভিনেত্রী কুবরা সেট। ছবি: সংগৃহীত।

অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘সেক্রেড গেমস’-এ কুকু-র চরিত্রে অভিনয় করেই রাতরাতি জনপ্রিয়তা পান অভিনেত্রী কুবরা সেট। অভিনয়ের পাশাপাশি লেখালিখিতেও তাঁর পরিচিতি। বছর তিনেক আগে আত্মজীবনী লেখেন কুবরা। সেখানেই স্বীকার করেন ৩০ বয়সে গর্ভপাত করাতে হয়েছিল তাঁকে। যদিও এই ঘটনা মানুষ হিসেবে তাঁকে শক্তিশালী করেছে। জীবনের সমস্ত সিদ্ধান্ত একা গ্রহণ করার ক্ষমতা তৈরি করেছে এই ঘটনা। এ বিষয়ে কোনও অনুতাপ নেই অভিনেত্রীর।

Advertisement

২০১৩ সালে আন্দামান ঘুরতে যান অভিনেত্রী। সেখানেই স্কুবা ডাইভিং করেন। তার পর বেশ কয়েক পাত্র মদ্যপান করে এক বন্ধুর সঙ্গে সঙ্গমে লিপ্ত হন। তার দিন কয়েক বাদেই জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। অভিনেত্রীর দাবি, সে সময় যথেষ্ট কষ্ট পেয়েছেন তিনি। তৈরি হয়েছিল হতাশা। মা হওয়ার জন্য তখন একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি। তাই গর্ভপাতের সিদ্ধান্ত নিতে হয়। তার উপর ওই সন্তানের বাবা তাঁর প্রেমিকও ছিলেন না। মাত্র এক রাতের আলাপ। তাই গোটা বিষয়টিই তাঁকে একলা সামাল দিতে হয়।

কুবরা বলেন, ‘‘আমি সেই সময় খুব হতাশায় ডুবে গিয়েছিলাম। তবে একটা কথা বলতেই হবে, যা করেছি একা করেছি। কাউকে জানতে দিইনি। মানুষ হিসেবে বড্ড অপরাধ বোধ হচ্ছিল কিন্তু আমার কিছু করার ছিল না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনও দ্বিধা ছিল না। আবার সেই সময় খুব শক্ত মনে সিদ্ধান্ত নিতে পেরেছিলাম, তা-ও নয়। তবে সে দিনের নেওয়া সিদ্ধান্তই যেন মানুষ হিসেবে দৃঢ়চেতা করেছে আমাকে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement