Kuch Kuch Hota Hai

‘কুছ কুছ...’-এর ছোট্ট সর্দারজির বিয়ে! ভুল ভাঙালেন পারজান

‘তুসি যা রহে হো... তুসি না যাও!’ রাহুল আর অঞ্জলির মুহূর্তে ছোট্ট সর্দারজীর সংলাপ মনে আছে! সেই ছোট্ট সর্দারজি পারজান দস্তুরের বিয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ ১৪:৫৩
Share:

কুছ কুছ হোতা হ্যায় ছবির সেই ছোট্ট সর্দারজী। পরজান দস্তুর। ছবি—ইনস্টাগ্রাম

কুছ কুছ হোতা হ্যায় ছবির সেই ছোট্ট সর্দারজিকে মনে আছে! সিনেমা জুড়ে আকাশের দিকে তাকিয়ে শুধুই তারা গুণে যায় যে।

Advertisement

ক্লাইম্যাক্সে ছবির নায়ক-নায়িকা রাহুল আর অঞ্জলির (অভিনয়ে শাহরুখ-কাজল) ছাড়াছাড়ির মুহূর্তে যার একমাত্র সংলাপ ‘তুসি যা রহে হো... তুসি না যাও!’ আজও চোখে জল আনে দর্শকদের, সেই ছোট্ট সর্দারজি পারজান দস্তুরের বিয়ে।

বান্ধবী ডেলনা শ্রফের সঙ্গে সদ্য মিটেছে তাঁর বাগদান পর্ব। সব ঠিক ঠাক চললে বছরের শুরুতেই চারহাত এক হবে তাঁদের।

Advertisement

যদিও ইন্টারনেটে খবরটা ছড়িয়েছিল অন্যভাবে। বান্ধবীর সঙ্গে পারজানের বাগদানের ছবি দেখে সবাই ভেবে নিয়েছিল বিয়ে হয়েই গিয়েছে পারজানের।

A post shared by P A R Z A A N D A S T U R (@parzaan.dastur)

কিছুদিন আগেই সমুদ্র সৈকতে বান্ধবী ডেলনার সামনে হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দেওয়ার ছবি দিয়েছিলেন পারজান। তার পর যখন সমাজ মাধ্যমে ট্র্যাডিশনাল পার্সি সাজে মালা পরে পারজান আর ডেলনার ছবি সামনে এল, সবাই ভেবেছিল বিয়ে হয়ে গিয়েছে পরজানের। সংবাদ মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে খবর। আসতে শুরু করে শুভেচ্ছা।

A post shared by P A R Z A A N D A S T U R (@parzaan.dastur)

শেষে ভুল ভাঙালেন পারজান নিজেই। তবে শাহরুখীয় চালে। ইনস্টাগ্রামের স্টোরিতে লিখলেন, ‘ধন্যবাদ আপনাদের শুভেচ্ছা আর ভালবাসার জন্য। তবে আমার সবে বাগদান হয়েছে, বিয়ে এখনও বাকি মেরে দোস্ত’।

A post shared by P A R Z A A N D A S T U R (@parzaan.dastur)

A post shared by P A R Z A A N D A S T U R (@parzaan.dastur)

ফারহা খানের পরিচালনায় শাহরুখের ছবি ওম শান্তি ওম-এর এই বিখ্যাত সংলাপের কথা মনে আছে নিশ্চয়ই। নিজের বক্তব্যে শাহরুখের ছোঁয়া রেখে ‘কুছ কুছ...’-এর স্মৃতিই তাজা করলেন পারজান।

আরও পড়ুন : এই বয়সেই তো বান্ধবী হবে, ছেলের সম্পর্ক নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

আরও পড়ুন : মন্দে ভরা ২০২০ খুশি আনল কাদের জীবনে? বিয়ে সারলেন কোন কোন সেলেব

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement