Entertainment News

বলিউডে ডেবিউ করছেন কুমার শানুর ছেলে জান

রাম কমলের এই ছবিতে অভিনয় করছেন পাওলি দাম এবং লিলেট দুবে। আগামী নভেম্বর থেকে কলকাতায় শুরু হবে শুটিং।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৮ ২০:২১
Share:

রেকর্ডিংয়ে ব্যস্ত জান।

বাবা গায়ক কুমার শানু। তাঁর ছেলে জানও ছোট থেকেই গান নিয়ে চর্চা করেছেন। এ বার বলিউড ডেবিউ করলেন তিনি। সৌজন্যে পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের ছবি ‘আ ট্রিবিউট টু ঋতুপর্ণ ঘোষ: সিজনস গ্রিটিংস।’

Advertisement

রাম কমলের এই ছবিতে অভিনয় করছেন পাওলি দাম এবং লিলেট দুবে। আগামী নভেম্বর থেকে কলকাতায় শুরু হবে শুটিং। মুম্বইয়ের ট্রিনিটি স্টুডিওতে সম্প্রতি সঙ্গীত পরিচালক জুটি শৈলেন্দ্র-সায়নীর পরিচালনায় এই ছবির টাইটেল ট্র্যাকের রেকর্ডিং হয়ে গেল। এটি একটি রবীন্দ্রসঙ্গীত। রাম কমলের তত্ত্বাবধানে গানটি রেকর্ড করলেন জান কুমার শানু।

জানের কথায়, ‘‘আমার থেকেও মা আমার বলিউড ডেবিউ নিয়ে বেশি উত্তেজিত। তার ওপর এটা রবীন্দ্রসঙ্গীত। ভাষাটা আমার কাছে একদম নতুন। যখন রাম কমল স্যার আমাকে গান গাওয়ার জন্য বললেন তখন অবাক হয়েছিলাম। কারণ আমি যে হিন্দুস্তান ক্ল্যাসিক্যাল মিউজিকের ট্রেনিং নিয়েছি তা অনেকেই জানেন না।’’

Advertisement

আরও পড়ুন, ‘১৫টা লোক ঘিরে ধরেছিল আমাকে, তার পর….’

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement