Kunal Kamra

‘মানসিক হাসপাতালে যাওয়াও ভাল’! শিন্দে-বিতর্কের পর ফের কেন এমন মন্তব্য করলেন কুণাল?

‘মানসিক হাসপাতালে যাওয়াও ভাল’! শিন্দে-বিতর্কের পর ফের কেন এমন মন্তব্য করলেন কুণাল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১২:৩৩
Share:

সলমনকে নিয়ে নয়া বিতর্কে জড়ালেন কুণাল! ছবি: সংগৃহীত।

কৌতুকশিল্পী কুণাল কামরাকে নিয়ে বিতর্ক যেন থামার নাম নেই। সম্প্রতি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছিলেন কুণাল। অভিযোগ, কৌতুকানুষ্ঠানে নাম না করে শিন্দেকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করেন তিনি। একটি জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে উপমুখ্যমন্ত্রীর অঙ্গভঙ্গি নকল করেও দেখান কুণাল। পাশাপাশি, কেন্দ্রের বিজেপি সরকারকে ‘তানাশাহি’ (একনায়কতন্ত্র) বলেও কটাক্ষ করেন। এর পরেই তাঁর বিরুদ্ধে তৎপর হয় মুম্বই পুলিশ।

Advertisement

এ বার নয়া বিতর্ক তাঁকে নিয়ে। সলমন খানের শো ‘বিগ বস্’-এ যোগদানের প্রস্তাব পত্রপাঠ বিদায় করলেন কুণাল। সম্প্রতি কুণালের একটি হোয়াটস্অ্যাপ চ্যাট ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানেই ‘বিগ বস্’-এর এক কর্মকর্তার তরফে কুণালের কাছে প্রস্তাব যায় আসন্ন সিজ়নে যোগ দেওয়ার। কাস্টিং ডিরেক্টরের যে বার্তা কুণালকে পাঠানো হয় তাতে লেখা ছিল, ‘‘বিগ বসের আসন্ন সিজ়নের জন্য আমি কাস্টিংয়ের দায়িত্বে আছি। আপনার নামটা উঠে আসছে। আমার মনে হয় আপনি প্রতিযোগী হিসেবে এই শোয়ের জন্য আকর্ষণীয় হতে পারেন। আমি জানি, আপনি হয়তো এ ভাবে ভাবেননি। তবে এই সুযোগ, এই শোয়ের মাধ্যমে বিরাট সংখ্যক দর্শকের মন জয় করতে পারবেন আপনি। আপনার কী মনে হয়? আমাদের কি এ বিষয়ে কথা বলা উচিত?’’ এর জবাবেই কুণাল জানিয়ে দেন, ‘‘এই অনুষ্ঠানে যোগ দেওয়ার চেয়ে তো মানসিক হাসপাতালে যাওয়াও ভাল বলে মনে করি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement