মনদানার সফট টয় কোন পুরুষ?

মনদানা কারিমির সফট টয় কে জানেন? আর নির্দিষ্ট ভাবে বললে কোন পুরুষ? না জানলে তো আপনাকে চোখ রাখতেই হবে এই ভিডিওতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৬ ১২:১৫
Share:

মনদানা কারিমির সফট টয় কে জানেন? আর নির্দিষ্ট ভাবে বললে কোন পুরুষ? না জানলে তো আপনাকে চোখ রাখতেই হবে এই ভিডিওতে।

Advertisement

তবে সব পুরুষদের সফট টয় বানিয়ে ছাড়লেন একতা কপূর। সৌজন্যে ‘ক্যায়া কুল হ্যায় হম ৩’-এর নতুন গান। যদিও পর্দার আড়াল থেকে একতা কলকাঠি নাড়লেও দর্শকরা সামনে দেখলেন মনদনাকেই।

বিষয়টা ঠিক কী?

Advertisement

আপাতত ইউটিউবে হিট ‘ক্যায়া কুল হ্যায় হম ৩’-এর নতুন একটি গান ‘ওহ্ বয়, ইউ আর মাই সফট টয়।’ গানটি তৈরির নেপথ্য রয়েছে এক মজার গল্প।

ছবিতে দেখুন, কেন এত হিট এই ছবির ট্রেলর?

ছবির সুরকার সাজিদ-ওয়াজিদ গানটি তৈরি করে প্রযোজক একতা কপূরকে শোনাতে যান। প্রথমে গানটির কথা ছিল ‘ওহ্ বয়, আই অ্যাম ইয়োর সফট টয়।’ গান শুনে তো বেজায় খুশি একতা। তবে প্রথমে প্রশংসা করলেও মুহূর্তে রূপ পাল্টে যায় তাঁর। বেশ রেগেই বলেন, গানের একটা জায়গা পরিবর্তন করতেই হবে। মহিলাদের এত ছোট করে দেখাতে নারাজ তিনি। বরং মেয়ে হিসেবে মহিলাদের উঁচু নজরেই রাখতে চান। প্রযোজকের কথা মতো বদলে যায় গানের লাইন। ফের গানটি নতুন করে রেকর্ড করেন সাজিদ-ওয়াজিদ।

আরও পড়ুন, মনদানার বিকিনি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল!

দেখুন ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement