Hindi Music

টলিউডের সীমানা ছাড়িয়ে এ বার বলিউডে লগ্নজিতা

এ দিকে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ‘রক্তরহস্য’ ছবিতেও শোনা যাবে তাঁর গান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২০ ০০:০১
Share:

লগ্নজিতা

বাংলা ছবিতে প্লেব্যাকের পাশাপাশি অনেক দিন ধরেই মুম্বইয়ে কাজের চেষ্টা করছিলেন লগ্নজিতা চক্রবর্তী। সম্প্রতি প্রকাশিত হল তাঁর প্রথম হিন্দি গানের ভিডিয়ো। গানটির নাম ‘কহে কোই আঁসু...’ গানের কথা লিখেছেন অংশুপ্রিয়া সাহা। কম্পোজ় করেছেন অংশুপ্রিয়া এবং গৌরব দাগায়োকার। গায়িকার কথায়, ‘‘মুম্বইয়ে আমার এক বন্ধু গৌরবের সঙ্গে কাজ করে। ওর সূত্রেই এই যোগাযোগ।’’ শশাঙ্ক ঘোষ পরিচালিত নেটফ্লিক্সের একটি ছবির জন্যও গান গেয়েছেন লগ্নজিতা। তবে তা এখনও মুক্তির অপেক্ষায়।

Advertisement

এ দিকে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ‘রক্তরহস্য’ ছবিতেও শোনা যাবে তাঁর গান। বাংলায় আরও একটি বিগ ব্যানার ছবিতেও গান গেয়েছেন। ‘‘আমি চাই গানটি মুক্তি পাক, সকলে শুনুক আগে,’’ ভাঙতে চাইলেন না গায়িকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement