অক্ষয়ে মুগ্ধ লারা দত্ত

২০০৩। ‘আনদাজ’ ছবি দিয়ে অক্ষয় কুমারের সঙ্গে ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন লারা দত্ত। মাঝে পেরিয়ে গিয়েছে অনেকটা সময়। অভিনয়ের দিক থেকে আরও পরিণত হয়েছেন অক্ষয়। আর মহেশ ভূপতিকে বিয়ে করার পর লারার কেরিয়ারে এসেছে ভাঁটার টান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৪০
Share:

২০০৩। ‘আনদাজ’ ছবি দিয়ে অক্ষয় কুমারের সঙ্গে ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন লারা দত্ত। মাঝে পেরিয়ে গিয়েছে অনেকটা সময়। অভিনয়ের দিক থেকে আরও পরিণত হয়েছেন অক্ষয়। আর মহেশ ভূপতিকে বিয়ে করার পর লারার কেরিয়ারে এসেছে ভাঁটার টান। অক্ষয়ের আসন্ন ছবি ‘সিং ইজ ব্লিং’এ একটি ছোট চরিত্রে অভিনয় করছেন লারা। জানালেন, অক্ষয়ের কাছ থেকে আজও অনেক কিছু শেখার আছে।

Advertisement

‘সিং ইজ ব্লিং’এর প্রচারে এসে নায়িকা বললেন, ‘‘অভিনেতা হিসাবে অক্ষয় প্রতিদিন উন্নতি করছে, আরও পরিণত হয়ে উঠছে। যদিও আমার প্রথম ছবির সময়েই ও অনেক বড় সুপারস্টার ছিল।’’ ‘হাউসফুল’, ‘ভাগম ভাগ’এর মতো জনপ্রিয় ছবি করেছেন এই জুটি। এমনকি অক্ষয়ের অনুরোধেই ‘সিং ইজ ব্লিং’ করতে রাজি হয়েছেন লারা। তাঁর কথায়, ‘‘আমার আর অক্ষয়ের মধ্যে একটা দারুণ বন্ডিং রয়েছে। ও বলল বলেই ছবিটা করতে রাজি হলাম। এই ইউনিটে কাজ করা অনেকটা পরিবারের সদস্যদের সঙ্গে কাজ করার মতোই।’’ সব মিলিয়ে অভিনেতা অক্ষয়ের প্রতি প্রথম দিনের মতোই এখনও মুগ্ধ লারা দত্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement