Satish Shah demise

‘আমি একদম সুস্থ’, মৃত্যুর দু’ঘণ্টা আগেও নিজের স্বাস্থ্য নিয়ে আত্মবিশ্বাসী সতীশ কী বলেছিলেন?

‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের স্রষ্টা জেডি মাজেথিয়া জানিয়েছেন, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ফোনে পর্দার স্ত্রী রত্নার সঙ্গে কথা বলছিলেন সতীশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৭:৪১
Share:

মৃত্যুর দু’ঘণ্টা আগেও কথা বলেন সতীশ। ছবি: সংগৃহীত।

দুপুরের খাবার খেতে খেতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সতীশ শাহ। বহু দিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন তিনি। কিন্তু নিজেকে সুস্থ সবল মনে করতেই পছন্দ করতেন অভিনেতা। মৃত্যুর দু’ঘণ্টা আগেও রত্না পাঠকের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন তিনি।

Advertisement

‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের স্রষ্টা জেডি মাজেথিয়া জানিয়েছেন, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ফোনে পর্দার স্ত্রী রত্নার সঙ্গে কথা বলছিলেন সতীশ। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, “আমি বিশ্বাস করতে পারছি না, এমন কিছু ঘটে গিয়েছে। কারণ, শনিবার সকাল ১১টায় অতীশ কাপাডিয়ার সঙ্গে ওর অনেকক্ষণ কথা হয়। তার পরে দুপুর ১টার সময়ে রত্নাজির সঙ্গে কথা বলেন।”

শুক্রবার সতীশের সঙ্গে দেখা হতে হতেও হয়নি জেডি-র। প্রয়াত অভিনেতার বাড়ির কাছেই তিনি ছিলেন। কিন্তু সতীশ ক্লান্ত বোধ করছিলেন। কিন্তু ফোনে জেডি ও তাঁর পরিবারের সকলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন। সতীশ দরাজ কণ্ঠে বলেছিলেন, “আমার গলা শুনে কী মনে হচ্ছে? আমি একদম সুস্থ আছি।” অন্য এক দিন ধারাবাহিকের স্রষ্টাকে আসতে বলেছিলেন সতীশ। কিন্তু তার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর অভিনেতা।

Advertisement

প্রায় চার দশকের দীর্ঘ কর্মজীবন সতীশের। তিনি পরিচিতি পান ‘জানে ভি দো ইয়ারো’ ছবির মাধ্যমে। তাঁর অভিনীত চরিত্র এখনও দর্শকের মনে গেঁথে রয়েছে। সুরজ বরজাত্যা থেকে ফারহা খান, রাকেশ রোশন— বলিউডের প্রায় সব তাবড় পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। সলমন খানের প্রথম ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’র সময় থেকে শুরু করে ‘হম আপকে হ্যায় কৌন’, ‘হম সাথ সাথ হ্যায়’— একাধিক ছবিতে কাজ করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement