Aindrila Sharma

ঐন্দ্রিলা শর্মার পরিবারে খুশির হাওয়া, বিয়ের পিঁড়িতে অভিনেত্রীর দিদি ঐশ্বর্যা শর্মা

ফেব্রুয়ারিতে বিয়ে করছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দিদি ঐশ্বর্যা শর্মা। হবু স্বামীও কি চিকিৎসক? বিয়ের নিয়ে পরিকল্পনা জানালেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৮:০৮
Share:

কবে বিয়ে ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্যার? ছবি: সংগৃহীত।

শর্মা পরিবারে খুশির মুহূর্ত। বিয়ে করছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দিদি ঐশ্বর্যা শর্মা। ৩ ফেব্রুয়ারি আইনি বিয়ে সারবেন তিনি। সেই দিনেই হবে আংটিবদল। পাত্র পেশায় চিকিৎসক। বহু বছর ধরে চিনলেও ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমেই হবু স্বামীর সঙ্গে কথাবার্তা শুরু। বিয়ের আর কী পরিকল্পনা? জানালেন তিনি।

Advertisement

ঐশ্বর্যাও পেশায় চিকিৎসক। এখন তিনি ‘ইএনটি’ নিয়ে ‘এমএস’ করছেন। হবু স্বামী তাঁর থেকে কয়েক বছরের সিনিয়র। ঐশ্বর্যা বললেন, “আমার থেকে দিব্যজিৎ চার-পাঁচ বছরের বড়। আমার সিনিয়র। আলাপ ছিল। তার পর ও দেখে, আমার ম্যাট্রিমনিয়াল সাইটে প্রোফাইল আছে। সেখান থেকেই বিয়ের কথাবার্তা শুরু। ফেব্রুয়ারিতে আমরা আইনি বিয়ে আর আংটিবদল সারব।”

গত কয়েক বছরে তাঁদের পরিবারেও অনেক কিছু বদল হয়েছে। তিন বছর আগে ছোট বোনকে হারান ঐশ্বর্যা। খুবই অসুস্থ ছিলেন ঐন্দ্রিলা। বাড়ির ছোট মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছিলেন তাঁর মা-বাবা। সেই পরিস্থিতিটা একা হাতে সামলেছিলেন ঐশ্বর্যা। তাঁর মা-ও ক্যানসারের রোগী। ফলে বাড়িতে বহু সমস্যার মধ্যে দিয়েই যেতে হয়েছে তাঁকে। তিনি চিকিৎসাবিদ্যা ছাড়াও অভিনয়ের সঙ্গে যুক্ত। কিছু মিনি সিরিজ়ে অভিনয় করেছেন ঐশ্বর্যা। খুব শীঘ্রই আসবে তাঁর নতুন কাজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement