Zubeen Garg demise

শেষ মুহূর্তের ভিডিয়ো! কোনওমতে সাঁতরে নিরাপদে ফিরে আসার চেষ্টা করেছিলেন জ়ুবিন!

ভিডিয়োয় দেখা যাচ্ছে, কোনওরকমে সাঁতার কাটছেন জ়ুবিন। তাঁর চোখেমুখে অস্বস্তির ছাপ স্পষ্ট। একটি ভেলার কাছে এসে থামেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাঁর শরীর ছেড়ে দেয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৪
Share:

কোনওমতে বাঁচার চেষ্টা করেছিলেন তিনি ? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শেষ মুহূর্তেও বাঁচার প্রাণপণ চেষ্টা করেছিলেন জ়ুবিন গার্গ। কোনওরকমে সাঁতরে নিরাপদ জায়গায় আসতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা আর হয়নি। অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সদ্য প্রকাশ্যে আসা একটি ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) সেই ইঙ্গিতই দিচ্ছে বলে দাবি।

Advertisement

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, কোনওরকমে সাঁতার কাটছেন জ়ুবিন। তাঁর চোখেমুখে অস্বস্তির ছাপ স্পষ্ট। একটি ভেলার কাছে এসে থামেন তিনি। কিন্তু শেষে তাঁর শরীর ছেড়ে দেয়। শ্বাসকষ্ট হতে শুরু হয় তাঁর। ভাসতে থাকেন তিনি। গায়কের পিছনে ছিলেন জনাপাঁচেক লোক। অনুরাগীদের অনুমান, এঁরা জ়ুবিনের সহযোগী দলের সদস্য।

এই ভিডিয়ো ঠিক কোন দিনের, তা এখনও স্পষ্ট নয়। ভিডিয়োটি আপাতত সমাজমাধ্যমে ভাইরাল। জ়ুবিনের অনুরাগীদের অনুমান, ভিডিয়োটি তাঁর মারা যাওয়ার দিনেরই।

Advertisement

জানা গিয়েছে, প্রথমে লাইফ জ্যাকেট পরেই নাকি সমুদ্রে ডুব দিয়েছিলেন জ়ুবিন। তার পর কিছুক্ষণের মধ্যেই লাইফ জ্যাকেট খুলে তিনি ফিরে আসেন এবং জানান, লাইফ জ্যাকেটটি পরে তাঁর অস্বস্তি হচ্ছে। তার পরে সেটি ছাড়াই ডুব দেন এবং অঘটন ঘটে।

জ়ুবিনের মৃত্যুর পর থেকে নানা ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। প্রথমে জানা যাচ্ছিল, স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু। পরে জানা যায়, সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে বিপত্তি ঘটে। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় তাঁর। রবিবার সিঙ্গাপুর থেকে গুয়াহাটিতে কফিনবন্দি হয়ে ফেরেন শিল্পী। হাজার হাজার মানুষের ঢল নেমেছিল সেই দিন রাস্তায়। ২৩ সেপ্টেম্বর শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। দু’বার ময়নাতদন্ত হয়েছে জ়ুবিনের। তবে এখনও তাঁর অনুরাগীদের মনে থেকে গিয়েছে কিছু প্রশ্ন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement