New bengali serial

‘বুলেট সরোজিনী’ আসছে, মোড় ঘুরছে শ্রীময়ীর জীবনেও! নতুন ধারাবাহিক নিয়ে কী জানালেন?

আসছে নতুন ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’। যে ধারাবাহিক সম্পর্কের এক অন্য সমীকরণ দেখাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৯:১৮
Share:

প্রিয় অভিনেতা, অভিনেত্রীদের আবারও নতুন মোড়কে দেখা যাবে ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে। —নিজস্ব চিত্র।

যে দিকে চোখ যাবে সে দিকে শুধুই সাদা৷ মাঝে বসানো শ্বেত পাথরের মা সরস্বতী। চট্টোপাধ্যায় বাড়ির ঝলক ইতিমধ্যেই দেখে ফেলেছেন দর্শক। প্রিয় অভিনেতা, অভিনেত্রীদের আবারও নতুন মোড়কে দেখা যাবে ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে। অভিনেতা অভিষেক বীর বর্মা, দিয়া বসু আর অর্ণব বন্দ্যোপাধ্যায়ের ত্রিকোণ সমীকরণ দেখবেন দর্শক। আর উপরি পাওনা হলেন শ্রীময়ী চট্টরাজ। মেয়ে হওয়ার চার মাসের মাথায় এই চরিত্রের সুযোগ আসে তাঁর কাছে। অভিনেত্রীর লুকে রয়েছে যেমন নতুনত্ব, তেমনই রাশভারী চরিত্র। আনন্দবাজার ডট কমকে শ্রীময়ী বললেন, “কৃষভি হওয়ার পর এটা যেন ‘টার্নিং পয়েন্ট’৷” এ বছর শিবরাত্রিতেই নাকি নতুন কাজের সুখবর পেয়েছেন তিনি। যে কোনও চরিত্র পেলেই অভিনেতা তথা স্বামী কাঞ্চন মল্লিকের সঙ্গে আগে মহ়ড়া সেরে নেন অভিনেত্রী। এ ক্ষেত্রেও তার অন্যথা হয়নি, দাবি শ্রীময়ীর। মেয়ে হওয়ার পর যেমন নতুন শুরু অভিনেত্রীর, তেমনই দিয়া, অভিষেক, অর্ণবকেও দেখবেন নতুন ভাবে৷

Advertisement

কাহিনিতে তিন নায়ক, নায়িকারই একটা অতীত রয়েছে। সেই অতীত, বর্তমানের সঙ্গে কী ভাবে মিশবে সেটাই আসল বিষয়। একেবারে সাদামাঠা চেহারায় দেখা যাবে দিয়াকে। অভিনেত্রী বললেন, “এটা একটা লক্ষ্যপূরণের গল্প। মেয়েটির জীবনে প্রেম আছে। এই চরিত্রে আমায় ভাবা হয়েছে সেটাতেই আমি খুশি।” এই ধারাবাহিকে দেখা যাবে অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়, শুভ্রজিৎ মিত্র-সহ আরও অনেক অভিনেতাকে৷

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement