Lata Mangeshkar

এখন অনেকটাই ভাল, ২৮ দিন পর হাসপাতাল থেকে ফিরলেন লতা মঙ্গেশকর

গত ১১ নভেম্বর মাঝরাতে আচমকা শ্বাসকষ্ট শুরু হলে, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯ ২০:৩৪
Share:

বাড়ি ফিরলেন লতা মঙ্গেশকর। —ফাইল চিত্র।

দীর্ঘ অসুস্থতা কাটিয়ে বাড়ি ফিরলেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। এ দিন বিকালে টুইট করে নিজেই সে কথা জানিয়েছেন তিনি।

Advertisement

এ দিন বিকালে নিজের টুইটার হ্যান্ডলে লতা মঙ্গেশকর লেখেন, ‘গত ২৮ দিন ধরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলাম। নিউমোনিয়া ধরা পড়েছিল আমার। ডাক্তাররা চেয়েছিলেন, সম্পূর্ণ সুস্থ হয়েই বাড়ি ফিরি আমি। তাই হাসপাতালেই থাকতে হয়েছিল।’’

শুভাকাঙ্খী এবং অনুরাগীদের ভালবাসাই তাঁকে সুস্থ করে তুলেছে বলেও এ দিন জানান লতা। তিনি লেখেন, ‘‘মা-বাবার আশীর্বাদে বাড়ি ফিরলাম। সমস্ত শুভান্যুধায়ীদের কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রার্থনা এবং শুভ কামনাই কাজ দিয়েছে।’’ দ্রুত সুস্থ হয়ে উঠতে পেরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসকদেরও ধন্যবাদ জানান তিনি।

Advertisement

গায়িকার টুইট।

আরও পড়ুন: রহস্য বেশি, রোমাঞ্চ কম​

আরও পড়ুন: ‘কেদারনাথ’-এর এক বছর পূর্তিতে আবেগে ভাসলেন সারা, শেয়ার করলেন জমিয়ে নাচের ভিডিয়োও​

গত ১১ নভেম্বর মাঝরাতে আচমকা শ্বাসকষ্ট শুরু হলে, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে। সেখানে তাঁর নিউমোনিয়া এবং হৃদযন্ত্রের গোলমাল ধরা পড়ে বলে সেইসময় পরিবার সূত্রে জানা যায়। সেই থেকে হাসপাতালেই ছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement