‘লাইফ বল’-এ তারার মেলা

এইচআইভি এবং এডস্ আক্রান্তদের সাহায্য করতে ইউরোপের সবচেয়ে বড় চ্যারিটি শো ‘লাইফ বল’-এর যাত্রা শুরু হয় ১৯৯২ সালে। ‘এডস্ লাইফ’ সংস্থার উদ্যোগে সম্প্রতি ভিয়েনায় শুরু হয়েছে ২৩ তম ‘লাইফ বল’ ইভেন্ট। তারকাখচিত সেই ঝলমলে অনুষ্ঠানের কিছু ঝলক থাকল এই গ্যালারিতে।

Advertisement
শেষ আপডেট: ১৭ মে ২০১৫ ১৫:৪৫
Share:

মার্কিন মডেল ও গায়িকা আমান্ডা লিপোরে।

এইচআইভি এবং এডস্ আক্রান্তদের সাহায্য করতে ইউরোপের সবচেয়ে বড় চ্যারিটি শো ‘লাইফ বল’-এর যাত্রা শুরু হয় ১৯৯২ সালে। ‘এডস্ লাইফ’ সংস্থার উদ্যোগে সম্প্রতি ভিয়েনায় শুরু হয়েছে ২৩ তম ‘লাইফ বল’ ইভেন্ট। তারকাখচিত সেই ঝলমলে অনুষ্ঠানের কিছু ঝলক থাকল এই গ্যালারিতে। ছবি: এএফপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement