প্রথমবার মধ্যবিত্ত মেয়ের চরিত্রে লিসা হেডন

‘কুইন’এর বিজয়লক্ষ্মী বা ‘শৌকিন’এর অহনাকে মনে আছে? বলি-দুনিয়ায় লিসা হেডন মানেই যৌন আবেদনে ভরপুর লাস্যময়ী এক অভিনেত্রী। তবে এ বার তাঁর ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ ঝলক পাওয়া যাবে না বড় পর্দায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

‘কুইন’এর বিজয়লক্ষ্মী বা ‘শৌকিন’এর অহনাকে মনে আছে? বলি-দুনিয়ায় লিসা হেডন মানেই যৌন আবেদনে ভরপুর লাস্যময়ী এক অভিনেত্রী। তবে এ বার তাঁর ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ ঝলক পাওয়া যাবে না বড় পর্দায়। কারণ, অজয় দেবগণকে নিয়ে পরিচালক মিলন লুথরিয়ার পবরর্তী ছবি ‘বাদশাহ’য় একেবারে মধ্যবিত্ত অবতারে পাওয়া যাবে লিসাকে। বরং মিষ্টি নায়িকা শ্রুতি হাসানকে এ ছবিতে দেখা যাবে এক বোহেমিয়ান চরিত্রে। দুই নায়িকারই পরিচিত ‘ইমেজ’ ভেঙে তাঁদের সম্পূর্ণ আলাদা দুই ছকে ভেবেছেন পরিচালক। তবে চরিত্র এবং নিজের ‘লুক’ নিয়ে ‘এক্সপেরিমেন্ট’ করতে পেরে খুশি লিসাও। নিজেকে সঠিকভাবে পর্দায় তুলে ধরার জন্য পরিচালকের সঙ্গে তাল মিলিয়ে কোমর বেঁধে লেগে পড়েছেন এই মডেল-অভিনেত্রী। দফায় দফায় ডিজাইনারদের সঙ্গে মিটিং করে দেখে নিচ্ছেন কোনওভাবেই যাতে তাঁর পুরনো লুক ছবিতে ফিরে না আসে।

Advertisement

দেখুন, লাস্যময়ী লিসা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement