লিজা এবার ‘হরর’ ছবিতে

আশির দশকের শেষের দিক। টেলিভিশনের পর্দায় একটি বিজ্ঞাপনে প্রায়শই ফুটে উঠত তাঁর চেহারা। তার পর হিন্দি সিনেমা জগতে তিনি প্রথম বার মুখ দেখান মহেশ ভট্ট পরিচালিত ‘কসুর’ ছবিতে। তিনি লিজা রে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৫ ০০:০০
Share:

আশির দশকের শেষের দিক। টেলিভিশনের পর্দায় একটি বিজ্ঞাপনে প্রায়শই ফুটে উঠত তাঁর চেহারা। তার পর হিন্দি সিনেমা জগতে তিনি প্রথম বার মুখ দেখান মহেশ ভট্ট পরিচালিত ‘কসুর’ ছবিতে। তিনি লিজা রে। রক্তে বাঙালিয়ানা থাকলেও চেহারায় তা নেই বললেই চলে। মা জন্মসূত্রে ছিলেন পোল্যান্ডের, আর তাঁরই প্রতিবিম্ব এই ধূসর-নয়না। এর পর দীপা মেটা পরিচালিত ইন্দো-কানাডীয় ‘বলিউড হলিউড’ এবং ‘ওয়াটার’ ছবি দু’টি তাঁকে বেশ পরিচিতি এনে দেয় হিন্দি ছবির জগতে। ২০০৯-এ ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর লিজা বেশ কিছু ডকুমেন্টরি ছবি করেন এই মারণ অসুখ নিয়ে। এক বছরের চিকিত্সার পর নিজেকে ‘সুস্থ’ বলে ঘোষণা করেন লিজা। এ বার ফের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখা যাবে সুন্দরীকে। হলিউডি হরর ফিল্ম ‘ওক্যুলাস’-এর হিন্দি রিমেকে লিজার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন হুমা কুরেশি ও তাঁর সহোদর সাকিব সালেম। একটি ভারতীয় পরিবারকে নিয়ে ছবিটি হবে বলে মূল চিত্রনাট্যের উপর কিছু বদল করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক প্রাওয়াল রমন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement