Javed Akhtar on Diljt Dosanjh

‘পাকিস্তানিদের আর্থিক ক্ষতি হবে না’ হানিয়া আমিরকে নিয়ে বিতর্কে দিলজিতের পাশে জাভেদ?

পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারতে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের শিল্পীরা। কিন্তু তত দিনে ‘সর্দারজি ৩’ ছবির শুটিং শেষ হয়ে গিয়েছিল। ছবিতে পাক নায়িকা হানিয়া ছাড়াও রয়েছেন আরও কয়েকজন পাকিস্তানি অভিনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ১৮:৩৮
Share:

দিলজিতের পাশে জাভেদ আখতার। ছবি: সংগৃহীত।

‘সর্দারজি ৩’ নিয়ে বিতর্কে দিলজিৎ দোসাঞ্জ। ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির অভিনয় করায় বিপাকে পড়তে হয়েছে এই পঞ্জাবি শিল্পীকে। এই পরিস্থিতিতে দিলজিতের পাশে দাঁড়ালেন জাভেদ আখতার। বর্ষীয়ান গীতিকারের দাবি, এ বার দিলজিতের প্রতি মানুষের একটু নমনীয় হওয়া উচিত।

Advertisement

পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারতে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের শিল্পীরা। কিন্তু তত দিনে ‘সর্দারজি ৩’ ছবির শুটিং শেষ হয়ে গিয়েছিল। ছবিতে পাক নায়িকা হানিয়া ছাড়াও রয়েছেন আরও কয়েকজন পাকিস্তানি অভিনেতা। পহেলগাঁও কাণ্ডের পরে দেশের বিভিন্ন মহলে দাবি ওঠে, ছবির উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে হবে। ছবি ভারতে মুক্তি পায়নি। কিন্তু দিলজিৎ ও ছবির নির্মাতারা আন্তর্জাতিক মহলে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার পর থেকেই সমালোচনার মুখে অভিনেতা তথা গায়ক। এমনকি, ভারতে তাঁকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে।

এই বিতর্কে জাভেদ দিলজিৎ প্রসঙ্গে বলেছেন, “বেচারা আর কী করবে! ছবির শুটিং তো আগেই হয়ে গিয়েছে। ও তো জানত না, এমন কিছু ঘটতে চলেছে। এই ছবি মুক্তি না পেলে পাকিস্তানের লোকজনের টাকার ক্ষতি হবে না। ভারতীয়েরই পয়সা জলে যাবে। তা হলে লাভটা কী হবে?”

Advertisement

দিলজিৎ যদি আগে জানতেন, পহেলগাঁও-এর মতো ঘটনা ঘটবে, তা হলে এই ছবি নিয়ে হানিয়ার সঙ্গে এগোতেন না, জাভেদের দাবি। তিনি বলেন, “সামান্য সহানুভূতির সঙ্গে এই বিষয়টা ভারত সরকার ও সেন্সর বোর্ডের দেখা উচিত বলে আমার মনে হয়। ওঁকে (দিলজিৎ) বলে দেওয়া উচিত, ভবিষ্যতে যেন আর এমন না করেন। এই ছবিটার কাজ আগে হয়ে গিয়েছে বলে মুক্তি দেওয়া হচ্ছে। কিন্তু ভবিষ্যতে যেন এমন আর না হয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement