Madhumita Sarcar

পাঁচ মাসের প্রেম তাতেই নিত্যদিন ঝগড়া, প্রেমিক দেবমাল্যকে নিয়ে কী উপলব্ধি মধুমিতার?

সবে পাঁচ মাসের সম্পর্ক। কেমন কাটছে দিন-রাত? কতখানি বুঝলেন প্রেমিককে? প্রেম দিবসে জানালেন মধুমিতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১০
Share:

প্রেমিক দেবমাল্যকে নিয়ে কী লিখলেন মধুমিতা? ছবি: সংগৃহীত।

গত বছর পুজোর সময় মধুমিতা সরকার তাঁর জীবনে নতুন মানুষের আগমনের খবর জানান। দেখতে দেখতে তাঁদের সম্পর্কের বয়স পাঁচ মাস। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে নিজের ভবিষ্যৎ দেখছেন, এমনটাই জানিয়েছেন মধুমিতা। এই পাঁচ মাসে কেমন কাটছে দিন-রাত? কতখানি বুঝলেন প্রেমিককে? প্রেম দিবসে জানালেন মধুমিতা।

Advertisement

গত পাঁচ বছরে তিনি টলিপাড়ার অন্যতম ‘সিঙ্গল’ অভিনেত্রী। ২০১৯ সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন। তার পর থেকে আর কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা যায়নি অভিনেত্রী সম্পর্কে। তবে এ বার দীর্ঘ দিনের বন্ধুর সঙ্গেই প্রণয়ের সম্পর্কে জড়ালেন মধুমিতা। পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্যের সঙ্গে একাধিক ছবি সমাজমাধ্যমে দিয়েছেন। এ বার প্রেম দিবসের ভালবাসার মানুষের প্রতি প্রেমের ইস্তেহার জানিয়ে লেখেন, ‘‘এই পাঁচ মাসে জীবন বদলেছে, তবে এক মুহূর্তের জন্য একঘেয়ে মনে হয়নি। ছোটখাটো অহেতুক কারণে আমরা হেসেছি। প্রতিদিন ঝগড়া লেগেই রয়েছে। চাইও না যে, সেটা থেমে যাক। কৃতজ্ঞ যে, সব স্মৃতি আমরা একসঙ্গে তৈরি করেছি। আরও কয়েকটি স্মৃতি তৈরির অপেক্ষায় আছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement