সঞ্জয়ের সঙ্গে জুটি বাঁধছেন মাধুরী

মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় দত্তকে একসঙ্গে দেখা যাবে ‘কলঙ্ক’য়।

Advertisement
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৮ ০০:৪৫
Share:

মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় দত্ত

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি আবার ফিরছেন বড় পর্দায়। মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় দত্তকে একসঙ্গে দেখা যাবে ‘কলঙ্ক’য়। ছবিটির পরিচালনা করবেন অভিষেক বর্মন। মাধুরী-সঞ্জয়ের পাশাপাশি দেখা যাবে বরুণ ধবন, আলিয়া ভট্ট, সোনাক্ষী সিংহ, আদিত্য রায় কপূরকে। ছবিটির পটভূমি ১৯৪০ সাল।

Advertisement

কর্ণ জোহর বলেন, ‘‘এই এপিক ড্রামার জন্য আমি অত্যন্ত উত্তেজিত। ছবির পাশাপাশি এত জনের একসঙ্গে ফিরে আসাটাও ভীষণ স্পেশ্যাল।’’ অভিষেক এর আগে ‘টু স্টেটস’ পরিচালনা করেছিলেন। সাজিদ নাদিয়াদওয়ালা বলেন, ‘‘যে দিন ‘টু স্টেটস’ মুক্তি পেয়েছিল, চার বছর পর ঠিক সেই তারিখেই ‘কলঙ্ক’র সূচনা হল।’’ ফক্স স্টার স্টুডিয়োজের সঙ্গে ছবিটি প্রযোজনা করছে ধর্মা প্রোডাকশন ও সাজিদ নাদিয়াদওয়ালা। ‘কলঙ্ক’ মুক্তি পাবে ঠিক এক বছর পরে, ১৯ এপ্রিল, ২০১৯।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement