ছেলের জন্মদিনে প্রাক্তন স্বামীর সঙ্গে কেক কাটলেন ম্যাডোনা

ছেলের জন্মদিন দীর্ঘদিন বাদে মিলিয়ে দিল বাবা-মাকে। পপ তারকা ম্যাডোনা ও তাঁর প্রাক্তন স্বামী পরিচালক গাই রিচির বিবাহ-বিচ্ছেদ ঘটে ২০০৮ সালে। তার পর থেকেই সোশ্যাল গেট-টু-গেদার এড়িয়ে চলতেন তাঁরা। কিন্তু ছেলের আবদার আর এড়াতে পারলেন না সেলিব্রিটি বাবা-মা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

ছেলের জন্মদিন দীর্ঘদিন বাদে মিলিয়ে দিল বাবা-মাকে। পপ তারকা ম্যাডোনা ও তাঁর প্রাক্তন স্বামী পরিচালক গাই রিচির বিবাহ-বিচ্ছেদ ঘটে ২০০৮ সালে। তার পর থেকেই সোশ্যাল গেট-টু-গেদার এড়িয়ে চলতেন তাঁরা। কিন্তু ছেলের আবদার আর এড়াতে পারলেন না সেলিব্রিটি বাবা-মা। ম্যাডোনা এবং গাই রিচির ছেলে রোকোর ১৫তম জন্মদিন বেশ ধুমধাম করেই পালন করল গোটা পরিবার। অনুষ্ঠানে যোগ দেন রিচির বর্তমান স্ত্রী জ্যাকুই এইন্সলে এবং তাঁদের তিন সন্তান— রাফায়েল, রিবকো এবং তেরো মাসের লেভি। গোটা পরিবার একসঙ্গে ‘হ্যাপি বার্থডে’ গান গেয়ে কেক কাটে। ম্যাডোনা নিজেই এই কেক উপহার দেন রোকোকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন