Viral Girl Monalisa

মহাকুম্ভের মোনালিসা এখন নায়িকা, প্রথম বার বিমানে ওঠার আগে কী করলেন ‘ভাইরাল গার্ল’?

সম্প্রতি কোঝিকোড় গিয়েছিলেন মোনালিসা। বিমানবন্দরে তাঁকে দেখা গিয়েছিল সবুজ সালোয়ার, খোলা চুল, চোখে রোদচশমায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩০
Share:

প্রথম বার বিমানসফরে মোনালিসা। ছবি: সংগৃহীত।

কার কখন ভাগ্য বদলায়, তা কেউ বলতে পারে না— প্রচলিত এই কথাকেই যেন সত্য প্রমাণ করলেন মহাকুম্ভের ‘ভাইরাল গার্ল’ মোনালিসা। গিয়েছিলেন মেলায় পুঁতির মালা বিক্রি করতে। সেখানেই কোনও এক নেটপ্রভাবীর ক্যামেরায় বন্দি হন। তাতেই কেল্লাফতে, রাতারাতি ভাইরাল। পুণ্যস্নানের পাশাপাশি মহাকুম্ভের অন্যতম আকর্ষণ হয়ে ওঠেন এই ষোড়শী। ইতিমধ্যেই অভিনয়ের জন্য ডাক পেয়েছেন। ডাক পাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানের জন্য। সম্প্রতি কোঝিকোড় গিয়েছিলেন মোনালিসা। প্রথম বার বিমানসফরের আগে কী করেন তিনি?

Advertisement

পরিচালক সনোজ মিশ্রর সঙ্গে প্রথম বার বিমানে চাপেন মোনালিসা। বিমানবন্দরে তাঁকে দেখা গিয়েছিল সবুজ সালোয়ার, খোলা চুল, চোখে রোদচশমায়। তাঁর এমন পোশাক সচেতনতার প্রশংসা হয়েছে নেটপাড়ায়। যদিও বিমান ওঠার আগে বাবাকে জড়িয়ে ধরেন তিনি। তার পরই চোখ ছলছল করে ওঠে মেয়ের। ‘দ্য মণিপুর ডায়েরি’ ছবিতে ইতিমধ্যেই অভিনয়ের প্রস্তাব পেয়েছেন মোনালিসা। সনোজ মধ্যপ্রদেশের খরগোন জেলার মাহেশ্বর গ্রামে মোনালিসার বাড়ি গিয়ে ছবির প্রস্তাব দিয়েছেন। সেই ছবি সনোজই ভাগ করে নিয়েছিলেন সমাজমাধ্যমে। ফেব্রুয়ারি মাসেই শুটিং শুরু করবেন পরিচালক। তবে মোনালিসা বা তাঁর পরিবারের সঙ্গে কী কথা হয়েছে, তা জানাতে নারাজ সনোজ। পরিচালকের দাবি, তিনি মোনালিসার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন, অভিনয় শিক্ষার দায়িত্বও তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement