Khadaan song

মুক্তির অপেক্ষায় নতুন ছবি, ‘১০ বছর পর আবার’, প্রত্যাবর্তন প্রসঙ্গে কোন ইঙ্গিত দিলেন দেব?

বড়দিনে মুক্তি পাবে দেব অভিনীত ছবি ‘খাদান’। তার আগে পুরনো ছন্দে ফিরে নিজের উপলব্ধি জানালেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৩:১৬
Share:

‘খাদান’ ছবির গানে দেব। ছবি: সংগৃহীত।

বাণিজ্যিক বাংলা ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে এক সময় ‘সুপারস্টার’ তকমা পেয়েছিলেন। তার পর প্রযোজনায় পা রেখে অন্য ধারার ছবিতে মনোনিবেশ করেন দেব। ‘খাদান’-এর মাধ্যমে বছরশেষে এক সময়ের চেনা ছন্দে ফিরছেন তারকা। প্রায় ১০ বছর পর কোন পরিবর্তনের কথা জানালেন দেব?

Advertisement

পুজোয় মুক্তি পায় দেব অভিনীত ছবি ‘টেক্কা’। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই থ্রিলারে দেবের অভিনয় প্রশংসিত হয়। ২০১৭ সালে দেব প্রযোজিত প্রথম ছবি ‘চ্যাম্প’ মুক্তি পায়। তার পর থেকে চরিত্রের প্রয়োজনে নিজেকে অবিরত ভেঙেছেন দেব। নাচ-গানের ছক থেকে বেরিয়ে লুক এবং অভিনয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। তবে ‘খাদান’-এর মাধ্যমে বাণিজ্যিক বাংলা ছবিকে ফিরিয়ে আনতে আগ্রহী দেব। ছবির প্রথম ঝলকে অভিনেতার অ্যাকশন অবতার ধরা পড়েছে। ছবিতে তাঁর লুকও অনুরাগীদের প্রশংসা আদায় করে নিয়েছে। এ বার পালা গানের।

রবিবার ছবির প্রথম গানের ঝলক প্রকাশ্যে এসেছে। সেই সঙ্গে দেবও তাঁর উপবলব্ধি জানিয়েছেন। ‘রাজার রাজা’ শীর্ষক এই গানে দেবকে নাচতে দেখা গিয়েছে। গত কয়েক বছরে অন্য ধারার ছবিতে অভিনয় করেছেন দেব। চিত্রনাট্যের প্রয়োজনেই সেখানে অভিনেতাকে নাচতে দেখা যায়নি। সমাজমাধ্যমে গানের প্রথম ঝলক পোস্ট করে দেব লিখেছেন, ‘‘চলুন, পুরনো দিনে ফেরা যাক। প্রায় ১০ বছর পর আবার নাচ করব। আশা করছি, আপনারা আপনাদের পরিচিত দেবকে এ বার খুঁজে পাবেন।’’

Advertisement

দেবের ঝলক প্রকাশ্যে আসার পরেই আনন্দে মেতেছেন অনুরাগীরা। অনেকেই অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন। এক জন লেখেন, ‘‘তোমার এই প্রত্যাবর্তনের জন্যই অপেক্ষা করছিলাম।’’ আবার কারও মতে, বাণিজ্যিক এবং সমান্তরাল ঘরানার ছবিতে সমান দক্ষতার সঙ্গে দেবই একমাত্র অভিনয় করে চলেছেন। অনুরাগীরা আপাতত ‘খাদান’-এর অপেক্ষায় দিন গুনছেন। অন্য দিকে শোনা যাচ্ছে, দেব ‘রঘু ডাকাত’ ছবির প্রস্তুতি নিতে শুরু করেছেন। বছরের শেষে ‘খাদান’ ছাড়াও মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’ এবং প্রতিম ডি গুপ্ত পরিচালিত ছবি ‘চালচিত্র’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement