Entertainment News

অর্জুনের ছোটবেলার ছবি দেখে এ কী বলেলন মালাইকা!

সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছোটবেলার ছবি শেয়ার করেছেন অর্জুন। প্রকাশ্যেই তার প্রশংসা করেছেন মালাইকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫৭
Share:

মালাইকা এবং অর্জুন।

মালাইকা আরোরা খান এবং অর্জুন কপূরের প্রেমের গসিপে সরগরম ইন্ডাস্ট্রি। এই সম্পর্কের কারণেই নাকি আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্য ভেঙে বেরিয়ে গিয়েছেন নায়িকা। সত্যিই প্রেম করছেন কিনা তা নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। তবে অর্জুনের ছোটবেলার ছবিতে কমেন্ট করলেন মালাইকা।

Advertisement

সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছোটবেলার ছবি শেয়ার করেছেন অর্জুন। প্রকাশ্যেই তার প্রশংসা করেছেন মালাইকা।

সরাসরি না হলেও সম্পর্কের কথা বহু বারই স্বীকার করে নিয়েছেন অর্জুন। মালাইকাও ‘এএম’ অর্থাত্ দু’জনের নামের আদ্যক্ষর খোদাই করা লকেট পরে প্রকাশ্যে এসেছেন। পার্টি হোক বা ডিনার ডেট- বহুবার একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন অর্জুন-মালাইকা। এমনকি মিলানে তাঁরা একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন বলে জানা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন, রূপান্তরকামী জানার পর গুন্ডা দিয়ে মেরেছিল বাড়ির লোক!

যদিও ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ মালাইকা। কিন্তু দিন কয়েক আগেই তিনি সাংবাদিকদের বলেন, ‘‘ব্যক্তিগত প্রশ্নের উত্তর কখনও দিই না আমি। এমন নয় যে সে সব প্রশ্নের উত্তর দিতে আমার লজ্জা হয়। আসলে ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলতে আমি স্বচ্ছন্দ নই। শুধুমাত্র এটা বলতে পারি, জীবনটা এনজয় করছি।”

এই সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন অর্জুনের কাকা অনিল কপূরও। তিনি বলেছিলেন, ‘‘আমি অর্জুনকে খুব ভাল ভাবে জানি, চিনি। ও যেটাতে খুশি থাকবে সেটা আমি সমর্থন করব। ওর খুশিতেই আমার খুশি। ওর ব্যক্তিগত বিষয়ে আমি কোনও কথা বলব না। আমরা, পরিবারের লোকেরা ওকে সমর্থন করব। ও খুশি থাকলেই আমরা খুশি।’’

So finally here is my first look for Panipat 😉😛😄 !!! #Angryyoungman #mrgrumpy #poser4life #baldjun

A post shared by Arjun Kapoor (@arjunkapoor) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement