Malaika Arora

ডোরাকাটা বিকিনিতে হিল্লোল মালাইকার শরীরে! অর্জুন অতীত, কার সঙ্গে সময় কাটছে তাঁর?

সুইমিং পুলের ধারে রোদস্নান করছেন মালাইকা। পরনে সাদা-কালো রঙের ডোরাকাটা বিকিনি। চোখে রোদচশমা। তপ্ত গ্রীষ্মে মালাইকার এই ছবি যেন এক পশলা বৃষ্টির মতো, মনে করছেন অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৫:৩১
Share:

অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পরে কার সঙ্গে ছুটি কাটাচ্ছেন মালাইকা? ছবি: সংগৃহীত।

অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদের প্রায় বছর ঘুরতে চলেছে। ইতিমধ্যেই জীবনে অনেকটা এগিয়ে গিয়েছেন মালাইকা অরোরা। শরীরচর্চার পাশাপাশি মন ভাল রাখারও সমস্ত চেষ্টা করছেন অভিনেত্রী। কখনও পাহাড়ে, কখনও বা সমুদ্রে বেড়াতে চলে যাচ্ছেন। এ বার অনুরাগীদের নজর কাড়ল মালাইকার বিকিনি পরিহিত ছবি।

Advertisement

সুইমিং পুলের ধারে রোদস্নান করছেন মালাইকা। পরনে সাদা-কালো রঙের ডোরাকাটা বিকিনি। চোখে রোদচশমা। তপ্ত গ্রীষ্মে এই ছবিতে মালাইকা যেন এক পশলা বৃষ্টি, মনে করছেন অনুরাগীরা। আরও একটি ছবিতে মালাইকাকে দেখা যাচ্ছে লাল রঙের পিঠখোলা সাটিন গাউনে। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে মালাইকা হাতে নিয়েছেন পানীয়ের গ্লাস। আবার কোথাও একাকী মালাইকা দাঁড়িয়ে রয়েছেন সুইমিং পুলের ধারে। এই ছবিগুলি দেখে মুগ্ধ এক অনুরাগী লিখেছেন, “বয়সের তোয়াক্কা না করে কী ভাবে নিজের জীবনকে উপভোগ করতে হয়, আপনি সেটাই আমাদের শেখাচ্ছেন। নিজেকে এই ভাবেই ভালবাসতে হয়।”

কাদের সঙ্গে এমন সুসময় কাটাচ্ছিলেন মালাইকা? সেই প্রশ্নও তুলেছেন নেটাগরিকেরা। মালাইকা দুই বন্ধুর সঙ্গেও একটি ছবি ভাগ করে নিয়েছেন।

Advertisement

গত বছর দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে ইতি টেনেছেন মালাইকা ও অর্জুন। বলিউডে তাঁরা ‘পাওয়ার কাপল’ নামেই পরিচিত ছিলেন। কিন্তু হঠাৎই ছন্দপতন সম্পর্কে। তবে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খোলেননি মালাইকা বা অর্জুন। যদিও অর্জুন জনসমক্ষেই জানিয়ে দিয়েছেন, তিনি এখন ‘সিঙ্গল’। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল মালাইকাকেও। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি কখনওই জনসমক্ষে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলব না। তাই অর্জুন যা-ই বলে থাকুক, সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত বিষয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement