বিপাকে হনী সিংহ ও মলাইকা অরোরা। ছবি: সংগৃহীত।
বিতর্কে মলাইকা অরোরা। অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠল মডেল তথা অভিনেত্রীর বিরুদ্ধে। সম্প্রতি একটি মিউজ়িক ভিডিয়োর জন্য হনী সিংহের সঙ্গে জোট বেঁধেছিলেন মলাইকা। সেখানেই অভিনেত্রীর নাচ দেখে ক্ষুব্ধ নেটাগরিক।
হনী সিংহের এই মিউজ়িক ভিডিয়োর নাম ‘চিলগাম’। ভিডিয়োর একটি ঝলক প্রকাশ হয়েছে শুক্রবার। তার পর থেকেই মলাইকাকে ‘অশালীন’ তকমা দিয়েছে নেটাগরিক। ভিডিয়োয় দেখা যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছেন হনী। পাশে নাচছেন মলাইকা। কখনও তিনি চুইংগাম চিবোচ্ছেন, কখনও আবার জিভ বার করে নাচছেন। এই দৃশ্য মোটেই পছন্দ হয়নি নেটাগরিকের। একজন মন্তব্য করেছেন, “এই নাচের মধ্যে কোনও আবেদন নেই। কোনও মাধুর্য নেই। এমন নাচকে ‘অশালীন’ ছাড়া কিছু বলা যায় না।”
মলাইকার অনুরাগীরাও হতাশ এই ভিডিয়ো দেখে। তাঁদের বক্তব্য, একসময় ‘ছইয়া ছইয়া’র মতো গানের সঙ্গে নেচেছিলেন। সেই নাচ আজও চর্চিত। সম্প্রতি ‘থামা’ ছবিতেও মলাইকার আইটেম নাচ পছন্দ হয়েছিল তাঁদের। কিন্তু হনী সিংহের পাশে দাঁড়িয়ে মলাইকার এমন নাচ মেনে নিতে পারছেন না তাঁরা। এই গান নিষিদ্ধ করার দাবিও তুলেছেন অনেকে।
এই নাচের ধরনকে ‘টোয়ের্কিং’ বলে। নিতম্বের বিশেষ ভূমিকা থাকে এই নাচে। এক নেটাগরিক বলেছেন, “জিভ বার করে কী করছেন এটা! আসলে মলাইকা এই ধরনের নাচ নাচতে পারেননি। তাই এমন অশালীন দেখতে লাগছে। ‘মেরে মেহবুব’ গানে ঠিক একই অবস্থা হয়েছিল তৃপ্তি ডিমরীর। নাচচে পারেন না বলেই এমন অশালীন লাগছে দেখতে।”
ভাল আইটেম নাচের উদাহরণ দিয়ে এক নেটাগরিক লেখেন, “সুনিধি চৌহানের ‘আঁখ’ গানটি কত সুন্দর। ওটাও আইটেম গান। কিন্তু নাচের কোরিয়োগ্রাফি দেখার মতো।” তমন্না ভাটিয়ার ‘গফুর’ নাচটিরও প্রশংসা করেন তিনি।