Bollywood

তাঁকে নিয়েই ছবি, অথচ জানতেনই না হৃতিক!

তাঁকে নিয়ে হয়ে গেল একটা আস্ত সিনেমা। অথচ তিনিই জানতেনই না সেই খবর! তিনি আর কেউ নন, হৃতিক রোশন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মালয়ালম ছবি 'কাটাপ্পানাইলে হৃতিক রোশন'। ছবির পরিচালক নাদির শাহ। অভিনেতা হৃতিক রোশনের নাম এবং কিছুটা জীবন নিয়ে তৈরি এই ছবি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৬ ১১:২০
Share:

তাঁকে নিয়ে হয়ে গেল একটা আস্ত সিনেমা। অথচ তিনিই জানতেনই না সেই খবর! তিনি আর কেউ নন, হৃতিক রোশন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মালয়ালম ছবি 'কাটাপ্পানাইলে হৃতিক রোশন'। ছবির পরিচালক নাদির শাহ। অভিনেতা হৃতিক রোশনের নাম এবং কিছুটা জীবন নিয়ে তৈরি এই ছবি। ছবির গল্প এমন এক ছেলেকে নিয়ে গড়ে উঠেছে, যার বাবা চায় ছেলে একজন নামকরা অভিনেতা হয়ে উঠুক। অভিনেতাদের জনপ্রিয়তা আর ভক্তদের প্রিয় অভিনেতার প্রতি ভালবাসা আর পাগলামিই এই ছবিতে ফুটে উঠেছে।

Advertisement

নিজের নামে যে ছবি হচ্ছে সেই খবর জানতেনই না হৃতিক। সোশাল মিডিয়ার দৌলতে তাঁর নজরে আসে খবরটি। তাঁর ভক্তদের অনেকেই এই ছবির পোস্টার তাঁর সোশাল মিডিয়ার প্রোফাইল গুলোতে পোস্ট করছিলেন। তবে ছবির নাম শুনে বেজায় খুশি হয়েছেন হৃতিক। মুম্বইতেও মুক্তি পেয়েছে 'কাটাপ্পানাইলে হৃতিক রোশন'। তাঁর ঘনিষ্ঠ মহলের অনেকেই তাঁকে ছবিটি দেখে আসতে অনুরোধও করেছেন। ছবিটি ইতিমধ্যেই ভাল ব্যবসা করেছে। আগামী সপ্তাহেই কোচিতে একটি বিজ্ঞাপনী সংস্থার উদ্বোধনে যাচ্ছেন হৃতিক। ঘনিষ্ঠ মহলে রোশন পুত্র জানিয়েছেন, ছবিটি সেখানেই দেখে ফেলতা চান।

Advertisement

আরও পড়ুন...
ডিজনির অ্যানিমেশন ছবিতে ভয়েস দিলেন বাপ্পি লাহিড়ী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement