Mallika Sherawat

কলকাতায় শুটিং করবেন মল্লিকা

বলিউডের এই নামী স্ক্রিপ্টরাইটার এর আগে হিন্দিতে ‘গুলাব গ্যাং’ এবং বাংলায় ‘মহালয়া’ পরিচালনা করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ ০১:৩৭
Share:

মল্লিকা

ওটিটির হাত ধরে কামব্যাক করছেন বলিউডের বহু অভিনেতাই। সেই তালিকায় এ বার নতুন সংযোজন মল্লিকা শেরাওয়াত। সৌমিক সেন পরিচালিত নতুন সিরিজ়ে তাঁকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলেই খবর। সেই সিরিজ়ের বেশির ভাগ অংশেরই শুটিং হবে কলকাতায়। তাই টলিউডেরও বেশ কয়েক জন অভিনেতা যে সিরিজ়ে থাকবেন, তা প্রত্যাশিত। সৌমিক সম্প্রতি কলকাতায় ফিরেছেন। দিন দশেকের মধ্যে মল্লিকাও সম্ভবত আসবেন শুটিং করতে। ‘মার্ডার’-খ্যাত বলিউডের এই সেক্স সিম্বলকে বিগত কয়েক বছরে কয়েকটি আইটেম ডান্স বা অতিথি শিল্পীর ভূমিকায় ছাড়া বড় পর্দায় সে ভাবে দেখা যায়নি। সিরিজ়ের ব্যাপারে প্রশ্ন করা হলে, সৌমিক কোনও উত্তর দিতে চাননি। বলিউডের এই নামী স্ক্রিপ্টরাইটার এর আগে হিন্দিতে ‘গুলাব গ্যাং’ এবং বাংলায় ‘মহালয়া’ পরিচালনা করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement