Bollywood

এই কারণে দঙ্গল থেকে বাদ পড়েছেন মল্লিকা শেরাওয়াত!

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তার পরই মুক্তি পাবে আমির খান অভিনীত মহাবীর ফোগতের বায়োপিক ‘দঙ্গল’। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে তাঁর বহু চর্চিত এই ছবি। ছবিটি নিয়ে দেশ জুড়ে প্রত্যাশা আর উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬ ১৩:৪৬
Share:

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তার পরই মুক্তি পাবে আমির খান অভিনীত মহাবীর ফোগতের বায়োপিক ‘দঙ্গল’। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে তাঁর বহু চর্চিত এই ছবি। ছবিটি নিয়ে দেশ জুড়ে প্রত্যাশা আর উত্তেজনার পারদ এখন তুঙ্গে। শুটিং চলাকালীনই ছবিটিকে নিয়ে তোলপাড় শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ছবিতে মহাবীর ফোগতের চরিত্রে রয়েছেন আমির খান। মহাবীর ফোগতের স্ত্রী দয়া কউরের চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাক্ষী তনওয়ার। সম্প্রতি জানা গিয়েছে, দয়া কউরের চরিত্রের জন্য ৭০ জন অভিনেত্রী অডিশন দিয়েছিলেন। এই ৭০ জনের তালিকায় ছিলেন মল্লিকা শেরাওয়াতও। কিন্তু তাঁকে বাদ দিয়ে দেয় দঙ্গলের কাস্টিং ইউনিট। বাদ পড়ার পর একটি সাক্ষাত্কারে মল্লিকা জানান তাঁকে বাদ দেওয়ার আসল কারণ, যা শুনলে অবাক হবেন আপনি! মল্লিকার দাবি, “ওরা আমাকে স্পষ্ট জানিয়ে দেয়, আমরা যতই চেষ্টা করি না কেন আপনাকে চার যুবতির মা কোনও ভাবেই মনে হবে না।” এই কারণে দয়া কউরের চরিত্রে নেওয়া হল না মল্লিকা শেরাওয়াতকে! বিশ্বাস হচ্ছে না! তা হলে দেখুন সেই ভিডিও যেখানে নিজেই এ কথা জানাচ্ছেন মল্লিকা।

Advertisement

দেখুন ভিডিও:

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement