Rituparna

উত্তর কলকাতার বনেদি বাড়িতে ‘রেখা’! তাকে এনেছেন ঋতুপর্ণা, সঙ্গী আর কোন কোন অভিনেত্রী?

অনুপ দাসের এই ছবি দিয়ে বাংলা ছবিতে প্রথম অভিনয়ের কথা ছিল অমিতাভ বচ্চনের নায়িকার। তা আর হল কই?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৮:২৮
Share:

ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে নতুন বাংলা ছবিতে আর কারা? ছবি: সংগৃহীত।

উত্তর কলকাতার বনেদি বাড়ি। দিন কয়েক ধরেই বাড়ির আনাচকানাচ সরগরম। ‘রেখা’ এসেছে সেখানে! তাকে এনেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঘিরে রয়েছেন কলকাতার নানা বয়সের অভিনেতা-অভিনেত্রী।

Advertisement

দীপাবলির আগে সত্যিই কি কলকাতায় বিতর্কিত স্বপ্নসুন্দরী? কেন?

হেঁয়ালি ভেঙেছেন অন্যতম অভিনেত্রী মমতাশঙ্কর। অনুপ দাসের নতুন বাংলা ছবি ‘রেখা’র শুটিং চলছে। এই ছবির খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম। বাংলা বিনোদনদুনিয়ায় এই ছবি দিয়ে পা রাখার কথা ছিল নাফিসা আলির। কিন্তু তিনি ক্যানসারের চতুর্থ পর্যায়ে। চিকিৎসা চলছে তাঁর। ফলে, শুটিং থেকে দূরে। তাঁকে যে চরিত্রে ভেবেছিলেন অনুপ, সেই চরিত্রে অভিনয় করছেন মমতাশঙ্কর।

Advertisement

বনেদি বাড়ির অন্দরে মমতাশঙ্কর পুরোপুরি বনেদি সাজে। ক্যামেরার মুখোমুখি হয়ে শট দিচ্ছেন। বুধবার তাঁর সহ-অভিনেতা হিসাবে রয়েছেন দুলাল লাহিড়ি, পাপিয়া সেন। প্রসঙ্গত, লম্বা বিরতির পর পাপিয়া আবার বড়পর্দায় ফিরেছেন। শুটিংয়ের ফাঁকেই মমতাশঙ্কর ফোনে কথা বলেছেন আনন্দবাজার ডট কম-এর সঙ্গে। জানিয়েছেন, তিনিই নাফিসাকে নিয়ে ভাবা চরিত্রে অভিনয় করছেন।

কথার শুরুতে তিনি বললেন, “নাফিসার জায়গায় কী করে আমায় ভাবা হল, বুঝতে পারছি না। আমি কি এত সম্মান পাওয়ার যোগ্য?” তার পরেই ভূয়সী প্রশংসা করলেন তাঁর অভিনীত চরিত্রের। জানালেন, এক নারী একা বাড়িতে থাকেন। এ ভাবে থাকতে থাকতে কী কী সমস্যা আসে তাঁর জীবনে? কী ভাবেই বা তিনি সমস্যার সমাধান করেন? —এই নিয়ে ছবি। মমতাশঙ্করের সাফ দাবি, “নাফিসার বদলে অন্য কেউ সুযোগ পেলে ছবি দেখার পর প্রচণ্ড আফসোস করতাম। দুঃখ হত, কেন আমি এই চরিত্রটি পেলাম না!” তাঁকে বেছে নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ছবির অভিনেত্রী ও প্রযোজক ঋতুপর্ণাকে। অনেক দিন পরে, দুই অভিনেত্রী আবার এক ছবিতে কাজের সুযোগ পাওয়ায় খুব খুশি মমতাশঙ্কর।

শুটিংয়ে আর কে কে আছেন তাঁর সঙ্গে? প্রথম দিনের শুটিং একাই করেছেন মমতাশঙ্কর। পরের দিন তাঁর শুটিংয়ের সঙ্গী আর এক বর্ষীয়ান অভিনেতা দুলাল লাহিড়ি। তবে বুধবার মন ভাল হয়ে গিয়েছে অভিনেত্রী পাপিয়া সেনকে দেখে। “কত দিন পরে পাপিয়ার সঙ্গে অভিনয় করছি! কী যে ভাল লাগছে”, বললেন তিনি। এ ছাড়া ঋতুপর্ণা সেনগুপ্ত, রিয়া সেন আছেন। অভিনয়ের পাশাপাশি ঋতুপর্ণার প্রযোজনা সংস্থা ‘ভাবনা আজ ও কাল’ এই ছবির প্রযোজক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement