Entertainment news

দুরদর্শনের গানে এমন নাচ! দেখুন ভিডিয়ো

সম্প্রতি দুরদর্শনের সেই ঐতিহ্যবাহী গানের সুরে নেচে তাক লাগিয়ে দিলেন এক যুবক। মূহুর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ১৩:৪৫
Share:

সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিয়ো থেকে নেওয়া ছবি।

দুরদর্শনের সেই গানের সুরটা মনে আছে? কখনও ভেবে দেখেছেন ছোটবেলায় শোনা এই সুরের সঙ্গে ব্রেক ডান্স করলে কেমন হবে? সম্প্রতি দুরদর্শনের সেই ঐতিহ্যবাহী গানের সুরে নেচে তাক লাগিয়ে দিলেন এক যুবক। মূহুর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন তিনি।

Advertisement

ওই যুবকের নাম বৈশাখ নায়ার। সোশ্যাল মিডিয়া স্টার বৈশাখের সম্বন্ধে এর চেয়ে বেশি কিছু জানা যায়নি এখনও। বৈশাখ মাঝে মধ্যেই টুইটারে নানা ভিডিয়ো শেয়ার করে থাকেন। গত ৪ মার্চ টুইটারে নিজের একটি ব্রেক ডান্সের ভিডিয়ো আপলোড করেন। ভিডিয়োতে দুরদর্শনের ঐতিহ্যবাহী সেই সুরে তাঁকে নাচতে দেখা যায়।

ব্যস! দুরদর্শনের সুরের সঙ্গে বৈশাখের নাচের অসম্ভব ভাল মেলবন্ধন মন ছুঁয়ে যায় সকলের। কয়েক দিনের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিয়োটা।

Advertisement

আরও পড়ুন: স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হিরো আলম

এখনও পর্যন্ত সেটা ২ লক্ষেরও বেশি ভিউ হয়েছে এবং ৫ হাজার বারের বেশি শেয়ার হয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement