কাকে বিয়ে করতে চলেছেন মনদানা?

ইদানীং তিনি বি-টাউনের চর্চার অন্যতম একটি নাম। সদ্য মুক্তি পাওয়া তাঁর অভিনীত ছবি ‘কেয়া কুল হ্যায় হাম ৩’ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক এবং চর্চার ঝড় উঠেছে দেশ জুড়ে। তিনি মনদানা কারিমি। নতুন ধারার কমেডি দৃশ্য, উষ্ণ দুষ্টুমিতে ভরা সংলাপ এবং অবশ্যই ছবিতে সানি লিয়ন এবং তাঁর উপস্থিতির ফলে দেশের অসংখ্য মানুষের আকর্ষণের কেন্দ্রে চলে এসেছে ছবিটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৬ ১৭:৩৭
Share:

মনদানা কারিমি।

ইদানীং তিনি বি-টাউনের চর্চার অন্যতম একটি নাম। সদ্য মুক্তি পাওয়া তাঁর অভিনীত ছবি ‘কেয়া কুল হ্যায় হাম ৩’ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক এবং চর্চার ঝড় উঠেছে দেশ জুড়ে। তিনি মনদানা কারিমি। নতুন ধারার কমেডি দৃশ্য, উষ্ণ দুষ্টুমিতে ভরা সংলাপ এবং অবশ্যই ছবিতে সানি লিয়ন এবং তাঁর উপস্থিতির ফলে দেশের অসংখ্য মানুষের আকর্ষণের কেন্দ্রে চলে এসেছে ছবিটি। এ ছবির প্রচারে চুক্তি ভঙ্গের অভিযোগে আইনি ঝামেলায়ও জড়ায় তাঁর নাম। তাছাড়া ছবিটির শুটিংয়ে হঠাত্ বিকিনি খসে পড়েও খবরের শিরোনামে চলে আসেন তিনি। এ বার আবার খবরের শিরোনামে মনদানা কারিমি। এ বারের কারনটা কী?
খুব সম্প্রতি বি-টাউনের একটি সূত্রের খবর, ‘বিগ বস ৯’-এর পরই নাকি বিয়ে করতে চলেছেন মনদানা! খবরটা সামনে আসতেই গুঞ্জন শুরু হয়েছে বলিউডের নানা মহলে। কাকে বিয়ে করতে চলেছেন ২৭ বছরের এই ইরানী মডেল-অভিনেত্রী? কেনও স্পষ্ট উত্তর মেলেনি মনদানার কাছ থেকে। তবে এটাও ঠিক যে, বিয়ের খবরটাকে মিথ্যেও বলেননি তিনি। তাই জল্পনা আরও বাড়ছে খবরটাকে ঘিরে। তাহলে কী ‘বিগ বস ৯’-এর আসরেই প্রেমে পড়েছেন মনদানা?
বি-টাউনের ওই সূত্রের দাবি, মনদানা নাকি মুম্বইয়ের ব্যবসায়ী গৌরভ গুপ্তকে বিয়ে করতে চলেছেন। যাঁর সঙ্গে ইদানীং বেশ কয়েকবার ক্যামেরায় ধরা পড়েছেন মনদানা কারিমি। সূত্রের আরও দাবি, নায়িকা নাকি গৌরভের ব্যপারে বেশ সিরিয়াস! কিন্তু এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না এ ব্যপারে। কারণ, যত ক্ষণ মনদানা মুখ ফুটে ‘তাঁর’ নাম বলছেন তত ক্ষণ একটু ধৈর্য ধরাই ভাল বোধ হয়।

Advertisement

আরও পড়ুন...
শুটিংয়ে বিকিনি খসে পড়ে বিপত্তি মনদানার
মনদানার সফট টয় কোন পুরুষ?
মনদানার বিকিনি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement