Bollywood News

রাতের ঘুম উড়েছে, কথা জড়িয়ে যাচ্ছে, প্রতিবেশীর প্রহারের পরে কেমন আছেন অনুজ?

পড়শির হাতে বেধড়ক মারধর খেয়ে গুরুতর আহত হন ছোটপর্দার জনপ্রিয় মুখ অনুজ সচদেব। প্রায় এক সপ্তাহ কেটে গিয়েছে। এ বার কী অভিযোগ জানালেন অভিনেতা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১৩:২৬
Share:

এখন কেমন আছেন অভিনেতা অনুজ সচদেব? ছবি: সংগৃহীত।

এখনও ভয়ে রাতে ঘুম ভেঙে যাচ্ছে অভিনেতা অনুজ সচদেবের। রবিবার মাঝরাতের ঘটনা। পড়শির হাতে বেধড়ক মারধর, গুরুতর আহত হন অনুজ। ঘটনার পরেই থানায় অভিযোগ জানান তিনি। কিন্তু, এখন অনুজের অভিযোগ এক সপ্তাহ কেটে যাওয়ার পরেও কোনও পদক্ষেপ করেনি পুলিশ কর্তৃপক্ষ।

Advertisement

অনুজ বলেন, “এমন কেউ করতে পারেন, সেটা ভাবতেই পারছি না এখনও। চোখ বন্ধ করলেই গায়ে কাঁটা দিচ্ছে। এখনও ওই ঘটনার কথা ভুলতে পারছি না। এখনও সমস্যা হচ্ছে। কথা জড়িয়ে যাচ্ছে। মাঝেমাঝেই চোখে ঘোলাটে দেখছি। আমার বৃদ্ধ মা-বাবাও বিধ্বস্ত।” রবিবার অনুজের মা-বাবার চোখের সামনেই এই ঘটনা ঘটেছিল। ফলে তাঁর মা-বাবা এখনও ভীত। অভিনেতা যোগ করেন, “চিকিৎসক পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। নিয়মিত ওষুধ খেতেও বলেছেন। এত কিছুর পরে আমি বুঝতেই পারছি না, ওই ব্যক্তিকে এখনও কেন আটক করা হয়নি। উনি দিব্য রয়েছেন, ঘুরে বেড়াচ্ছেন।”

উল্লেখ্য, ওই ঘটনার পরে খুনের হুমকিও নাকি দেওয়া হয় অনুজকে। অভিনেতা জানিয়েছিলেন, যা ঘটেছে তা যে মিথ্যা নয়, সেটা বোঝাতেই তিনি ভিডিয়ো করে ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গে। অনুজের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই উদ্বিগ্ন হিন্দি টেলিদুনিয়া। ছোটপর্দার জনপ্রিয় মুখ নৌহীদ সাইরুসী, ইশিতা অরুণের মতো অনেকেই সমর্থন জানিয়েছেন অভিনেতাকে। বেশ কিছু নেটাগরিক অবশ্য দত্তক পোষ্যদের আচরণের প্রতি আরও দায়িত্ববান হওয়ারও পরামর্শ দিয়েছিলেন অনুজকে।

Advertisement

কী ঘটেছিল রবিবার? রবিবার আচমকা অনুজের উপর হামলা চালান প্রতিবেশী। ওই ব্যক্তির অভিযোগ, অনুজের কুকুর কামড়ে দিয়েছে তাঁকে। তার পরেই এই ঘটনা বড় আকার নেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement