Radhika Apte

ওজন বেড়ে যাওয়ায় হাতছাড়া হয়েছিল বড় সুযোগ, কী ঘটেছিল রাধিকা আপটের সঙ্গে?

অভিনয়জীবনের শুরুর দিকে খুবই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় রাধিকা আপটেকে। ওজন বেড়ে যাওয়ার কারণে কী কী ঘটেছিল তাঁর সঙ্গে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১১:৩২
Share:

কেন মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন রাধিকা আপটে? ছবি: সংগৃহীত।

চেহারার গড়ন নিয়ে প্রায়ই নায়ক-নায়িকাদের সমালোচনার শিকার হতে হয়। মেয়ে আরাধ্যা বচ্চনের জন্মের পরে অনেকটাই ওজন বৃদ্ধি হয় ঐশ্বর্যা রাই বচ্চনের। যে কারণে তাঁকেও বিপুল কটাক্ষ সহ্য করতে হয়েছিল। ওজন বেড়ে যাওয়ার কারণে বড় কাজ হাতছাড়া হয়েছিল অভিনেত্রী রাধিকা আপটের। মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। সেই কাহিনিই শোনালেন নায়িকা।

Advertisement

কী ঘটেছিল? অভিনয়জীবনের শুরুর দিকে খুবই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় রাধিকাকে। বড় সংস্থার ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু শুটিংয়ের আগেই সেই কাজ থেকে বাদ পড়েন নায়িকা। অভিনেত্রী বলেন, “শুটিং শুরুর আগে আমার ঘুরতে যাওয়ার কথা ছিল। সেটা আমি জানিয়েছিলাম। এমনকি বলেছিলাম বেড়াতে গিয়ে আমি কোনও ডায়েট করব না। ওজন বাড়বে। কিন্তু এসেই সেটা কমিয়ে ফেলব।”

যেমনটা বলেছিলেন, তেমনই হয়েছিল। ঘুরে এসে প্রায় চার কেজি ওজন বেড়ে গিয়েছিল রাধিকার। অভিনেত্রী বলেন, “তখন আমার বয়স কম। মেটাবলিজ়ম খুব ভাল। জানতাম তাড়াতাড়ি ঝরিয়ে ফেলতে পারব। কিন্তু তার আগেই আমাকে নিয়ে ওরা একটি ফটোশুট করে। আর ছবিতে আমায় খুবই মোটা দেখাচ্ছিল। মোটা বলে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেওয়া হয়।” রাধিকা জানিয়েছিলেন তার পরে অন্য নায়িকাকে নিয়ে সেই ছবি তৈরি হয়েছিল। যা বক্সঅফিসে সাফল্যও পায়।

Advertisement

শুরুর দিকের এই ঘটনায় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন রাধিকা। অভিনেত্রী যোগ করেন, “ওজন বেড়ে গেলেই আমার ভয় লাগত। চিন্তা হত। মনে হত সঙ্গে সঙ্গে আমাকে ওজন কমাতে হবে।” পরে মনোবিদের সাহায্য নিয়ে এই সমস্যা থেকে বেরোনোর চেষ্টা করেন রাধিকা। সন্তানের জন্মের পরেও ওজন বৃদ্ধি পেয়েছিল রাধিকার। তখন আর কোনও সমস্যার সম্মুখীন হননি তিনি। বরং পরিবর্তিত চেহারা নিয়েই শুটিং ফ্লোরে ফিরেছিলেন রাধিকা। এখন নায়িকার মনে হয়, অভিনয়জীবনের প্রথমে ওই ধাক্কা পেয়ে লাভই হয়েছিল তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement