Projapoti 2

বর্ধমানের মেয়ে জ্যোতির্ময়ী কী করে হলেন দেবের নায়িকা? অভিনেত্রীর অভিনয়যাত্রা যেন চিত্রনাট্য

র্ধমানেই বেড়ে ওঠা তাঁর। অনেক ছোট থেকে মডেলিং জগতের সঙ্গে যুক্ত অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। তার পর কলকাতায় নিজের জায়গা পাকা করলেন কীভাবে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৯
Share:

বর্ধমানের মেয়ে জ্যোতির্ময়ী কী করে হলেন টলিপাড়ার নায়িকা? ছবি: সংগৃহীত।

ছিপছিপে গড়ন। উচ্চতাও চোখে পড়ার মতো। উজ্জ্বল চোখ, টিকালো নাক। এই মুহূর্তে আলোচনায় দেবের নতুন নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। ‘প্রজাপতি ২’ ছবির মাধ্যমে প্রথম বার বড়পর্দায় দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই তাঁকে বেশ কিছু ঝলক দেখে ফেলেছে দর্শক। পরিবারের সে ভাবে কেউ এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন। বর্ধমানের মেয়ে জ্যোতির্ময়ী কী করে হয়ে গেলেন দেবের নায়িকা?

Advertisement

বর্ধমানেই বেড়ে ওঠা তাঁর। অনেক ছোট থেকে মডেলিং জগতের সঙ্গে যুক্ত। তবে বর্ধমান থেকে কলকাতার যাত্রা যে খুব সহজ ছিল তা নয়। জ্যোতির্ময়ী বললেন, “প্রতি দিন বর্ধমান আর কলকাতা যাতায়াত করতাম। মা-বাবা পাশে ছিলেন। তথাকথিত রক্ষণশীল ভাবনাচিন্তার ঘেরাটোপে কখনও বাঁধেননি আমায়। যেটা করতে চেয়েছি সেটাই করতে পেরেছি।”

মিঠুন চক্রবর্তী এবং দেবের সঙ্গে জ্যোতির্ময়ী। নিজস্ব চিত্র।

ধারাবাহিকে সুযোগ আসার পরে পাকাপাকি কলকাতায় থাকা শুরু করেন অভিনেত্রী। ‘বধূঁয়া’ ধারাবাহিকে প্রথম তাঁকে দেখা গিয়েছিল। তার পরেই আসে বড়পর্দায় কাজের সুযোগ।

Advertisement

কিন্তু প্রথম সুযোগ পেয়েছিলেন কীভাবে? জ্যোতির্ময়ী বলেন, “ইনস্টাগ্রামে নিজের একটা ছবি পোস্ট করেছিলাম। তখন কিছুই বুঝতাম না। বয়সও আর একটু কম ছিল। মা-বাবাও জানতেন না সে কথা। তখন আমার ছবি দেখে এক দিদি ফটোশুটের কথা বলেছিলেন। প্রথমে ভেবেছিলাম টাকাপয়সা দিতে হবে। তার পর তিনিই আশ্বস্ত করেন সে সবের কোনও ব্যাপার নেই।” এই ভাবেই এই জগতের সঙ্গে পরিচয় জ্যোতির্ময়ীর।

তবে এই ভাবে যে মিঠুন চক্রবর্তী এবং দেবের সঙ্গে কাজের সুযোগ এসে যাবে প্রথমে বিশ্বাস করেননি অভিনেত্রী। নায়িকা যোগ করেন, “শুটিংয়ে বুঝতেই পারিনি এত বড় তারকাদের সঙ্গে কাজ করছি। তাই আমার পক্ষে অভিনয় করা সহজ হয়েছিল।” তা হলে আগামী দিনে কি ছোটপর্দায় আর দেখা যাবে না জ্যোতির্ময়ীকে? সে কথা অবশ্য মানতে নারাজ তিনি। কোনও কিছুই এখনই চূড়ান্ত বলা তাঁর পক্ষে মুশকিল। তবে আপাতত ২৫ ডিসেম্বরের দিকে তাকিয়ে অভিনেত্রী। ওই দিনই মুক্তি পাবে ‘প্রজাপতি ২’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement