বিদেশে গানের শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন ঐন্দ্রিলা সেন। ছবি: সংগৃহীত।
শিশুশিল্পী হিসাবে অভিনয়জীবনের হাতেখড়ি। তার পর ধারাবাহিক, ওয়েব সিরিজ়, বড়পর্দায় একের পর এক কাজ করছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। কিছু দিন পরেই মুক্তি পাবে নতুন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’। এই ছবির জন্য প্রথম বার বিদেশে গিয়ে গানের শুটিং করলেন অভিনেত্রী। ফলে আরও এক নতুন প্রাপ্তি, নতুন অভিজ্ঞতা।
গত কয়েক বছরে বদলে গিয়েছে ছবির ভাষা। ইদানীং খুব বেশি বিদেশে বাংলা ছবির শুটিং হয় তেমনও নয়। আদ্যোপান্ত বাণিজ্যিক ছবির মোড়ক বদলেছে। দশটা ছবির মধ্যে হয়তো একটি ছবির শুটিং হয় বিদেশে। তাই নায়িকা হিসাবে বিদেশে প্রথম বার ছবির গানের শুটিং করায় উত্তেজিত ঐন্দ্রিলা। বললেন, “বাণিজ্যিক ছবির গানগুলো দেখে বড় হয়েছি। তখনই মনে হত কবে বিদেশে গিয়ে এমন গানের শুটিং করব!”
অভিনেত্রী জানান, প্রথমে তাঁদেরও পরিকল্পনা ছিল শহর কলকাতা এবং তার অলিগলি দেখানোর। কিন্তু সেই পরিকল্পনা বদলে নিজেদের প্রযোজিত ছবির গানের দৃশ্যের শুটিংয়ের জায়গা হিসাবে বিদেশই বেছে নেন। ঐন্দ্রিলা যোগ করেন, “ছোটবেলায় একটি বাংলা চ্যানেলে ছবির গান দেখানো হত। সেখান থেকেই আরও বেশি জনপ্রিয়তা পেয়েছিল দেব-কোয়েল, জিৎ-কোয়েল জুটি। এমনকি অঙ্কুশও বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। সেই দিনগুলো অনেকটাই বদলে গিয়েছে। কিন্তু সেই অনুভূতিটাই আবার অনুভব করতে চেয়েছিলাম আমরা।”
অভিনেত্রী জানিয়েছেন, নতুন প্রযোজক হিসাবে তাঁদের ব্যবস্থাপনায় খুশি ছবির সঙ্গে যুক্ত সবাই। যে সময় গানের দৃশ্যের শুটিং করতে গিয়েছিলেন তাঁরা, তখন আবহাওয়াও খুব ভাল ছিল। নায়িকা আপাতত অপেক্ষায় দর্শকের প্রতিক্রিয়ার। ২০২৬-এর প্রথমে মুক্তি পাবে ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিটি।