Ankush Hazra

মিমি আর অঙ্কুশের বহু কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি, কী বক্তব্য অভিনেতার?

দুর্গাপুজোর আগে আইনি জটিলতায় জড়ান অভিনেতা অঙ্কুশ হাজরা। বেআইনি বেটিং অ্যাপকাণ্ডে এ বার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ২০:৫৭
Share:

বেটিং অ্যাপ বিতর্কে মিমি এবং অঙকুশ, কী প্রতিক্রিয়া নায়কের? ছবি: সংগৃহীত।

বেআইনি বেটিং অ্যাপকাণ্ডে বিপাকে অভিনেতা অঙ্কুশ হাজরা, অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী, প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংহ-সহ বেশ কিছু তারকা। তাঁদের কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, এই মামলায় এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে ১৯.০৭ কোটি টাকা। খবর ছড়াতেই কী বললেন অভিনেতা অঙ্কুশ?

Advertisement

আনন্দবাজার ডট কমকে অভিনেতা বলেন, “এই বিষয়ে আমি কিছু বলতে পারব না, কারণ সম্পূর্ণ বিষয়টি আমার আইনজীবী দেখছেন।” বিতর্কে কী প্রতিক্রিয়া প্রাক্তন তৃণমূল সাংসদের? মিমির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু তাঁকে ফোনে পাওয়া যায়নি। অভিনেত্রীকে মেসেজও করা হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত কোনও উত্তর আসেনি তাঁর তরফে।

বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মাসখানেক আগেই ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ইডি। তালিকায় রয়েছেন বেশ কয়েক জন অভিনেতা এবং নেটপ্রভাবী। সেই তালিকায় ছিলেন দক্ষিণী তারকা রানা দগ্গুবতী থেকে বিজয় দেবেরাকোন্ডা, কপিল শর্মা-সহ একাধিক তারকা। এ বার কি সেই তালিকায় নয়া সংযোজন অঙ্কুশ? এর আগে আর কোনও টলিউড তারকার নাম জড়ায়নি এই ঘটনায়। পুজোর আগে, এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি অফিসে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তাঁদের। নির্দেশ অনুযায়ী মিমি এবং অঙ্কুশ দু’জনেই গিয়েছিলেন ইডির অফিসে। সেখানে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের।

Advertisement

অভিনেতাদের বিরুদ্ধে সংস্থার অভিযোগ, বেটিং অ্যাপগুলির হয়ে প্রচার করার বিনিময়ে তাঁরা আর্থিক সুবিধা পেয়েছেন। তদন্তকারীদের সন্দেহ, এই বেআইনি বেটিং অ্যাপগুলি অবৈধ ভাবে কয়েক কোটি টাকা উপার্জন করেছে। তদন্তকারী সংস্থার নজর এড়াতে হাওয়ালার মাধ্যমে সেই টাকা ঘোরানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement