PM Modi's Rally in Nadia

নদিয়ায় প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে এসে দুর্ঘটনার কবলে! ট্রেনের ধাক্কায় মৃত্যু চার বিজেপি সমর্থকের, আহত এক

দুর্ঘটনাটি ঘটে কৃষ্ণনগর-রানাঘাট শাখার তাহেরপুর আর বাদকুল্লা স্টেশনের মাঝে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। গুরুতর জখম অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা এক জনকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৮
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নদিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে এসে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল চার বিজেপি সমর্থকের। এক জন গুরুতর ভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

শনিবার মতুয়াপ্রধান রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহেরপুরে প্রশাসনিক সভা এবং জনসভা করবেন প্রধানমন্ত্রী। মোদীর সভায় যোগ দিতেই বাস ভাড়া করে মুর্শিদাবাদ থেকে তাহেরপুরে আসেন প্রায় ৪০ জন বিজেপি সমর্থক। স্থানীয় সূত্রে খবর, তাঁদের মধ্যে ওই পাঁচ জন বাস থেকে নেমে রেললাইনের উপর প্রাতঃকৃত্য সারছিলেন। আচমকাই ওই লাইনে ট্রেন চলে আসে। কুয়াশার কারণে ট্রেনের গতিবিধি টের পাননি ওই বিজেপি সমর্থকেরা।

দুর্ঘটনাটি ঘটে কৃষ্ণনগর-রানাঘাট শাখার তাহেরপুর আর বাদকুল্লা স্টেশনের মাঝে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। দেহ উদ্ধার করে নিয়ে আসা হয় কৃষ্ণনগর জিআরপি থানায়। গুরুতর জখম অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা এক জনকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃতদের প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement