Mayuri Kango

‘গুগল ইন্ডিয়া’র চাকরি ছাড়লেন, এ বার কোথায় যাচ্ছেন ‘পাপা কহতে হ্যায়’ ছবির নায়িকা ময়ূরী?

১০ বছর পেরিয়ে গেলেই নাকি নতুন মুখ এসে সরিয়ে দেয় পুরনো অভিনেত্রীদের, বলিউডে এমন কথা চালু আছে। সেই পরিস্থিতি এড়িয়ে যাওয়ার জন্যেই নাকি আগেই সিনেদুনিয়া ছেড়ে চলে যান ময়ূরী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ১৫:৩২
Share:

একদা খ্যাতনামী অভিনেত্রী ময়ূরীর দিন কাটছে যেভাবে। ছবি: সংগৃহীত।

১৯৯৬ সালের বাণিজ্যসফল ছবি ‘পাপা কহতে হ্যায়’। ওই একটি ছবির জন্য দর্শক চিরকাল মনে রাখবেন ময়ূরী কাঙ্গো এবং যুগল হংসরাজকে। সেই ময়ূরীকে আর বলিউডে দেখা যায় না। যদিও নয়ের দশকে হিন্দি টেলিভিশন থেকে সিনেমা, সর্বত্রই দেখা যেত তাঁকে। মাঝপথে সিনেদুনিয়া ছেড়ে দিয়ে পড়াশোনায় মন দিয়েছিলেন তিনি। তার পর কর্পোরেট দুনিয়ায় প্রবেশ করেন। প্রথমে যোগ দেন মার্কিন ডিজিটাল মার্কেটিং কোম্পানি ‘থ্রিসিক্সটিআই’-তে। পরে ডিজিটাস সংস্থার অ্যাসোসিয়েট ডিরেক্টর হন। জ়েনিথ-এও কাজ করেছেন ময়ূরী, চিফ ডিজিটাল অফিসার হিসেবে। জ়েনিথ থেকে চলে যান ‘পাবলিসিস’ গ্রুপের ‘পারফরমিক্স’ সংস্থায় ম্যানেজিং ডিরেক্টর হয়ে। এর পর গুগল ইন্ডিয়ার এজেন্সি বিজ়নেসের ইন্ডাস্ট্রি হেড। এ বার সেই চাকরি ছেড়ে দিয়ে কিসে মন দিলেন প্রাক্তন অভিনেত্রী?

Advertisement

অজয় দেবগণ, ববি দেওল, রানি মুখোপাধ্যায়, চন্দ্রচূড় সিংহ, অরশাদ ওয়ার্সী, অনুপম খেরের সঙ্গে কাজ করেছেন তিনি। আইআইটি কানপুরে ভর্তি হয়েছিলেন এই মেধাবী ছাত্রী। তার পরেই ‘নাসিম’ ছবিতে অভিনয় করেন তিনি। ‘নাসিম’ যেহেতু বাণিজ্যিক ছবি নয়, তাই তার কথা অনেকেই জানেন না। তবে ছবিটি জাতীয় পুরস্কারজয়ী। কিন্তু নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া ‘পাপা কহতে হ্যায়’ দেখেননি, এমন মানুষ কমই রয়েছেন। সেই অভিনেত্রী ময়ূরীই ২০০৯ সালের পর থেকে সরে এসেছিলেন অভিনয়দুনিয়া থেকে। ২০০৩ সালে তাঁর বিয়ে হয় অনাবাসী ভারতীয় ব্যবসায়ী আদিত্য ঢিল্লোঁর সঙ্গে।

হঠাৎ করে অভিনয় ছেড়ে দেওয়ার কারণ হিসেবে ময়ূরী জানিয়েছিলেন, তাঁর মনে হয় বলিউডে অভিনেত্রী হিসাবে দশ বছর যথেষ্ট সময়। তার পরেই নতুন মুখ এসে সরিয়ে দেয় পুরনো অভিনেত্রীদের। সেই পরিস্থিতি এড়ানোর জন্য নিজের থেকেই ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যান তিনি। যে অভিনয়ের জন্য একদিন উচ্চশিক্ষায় ইতি টেনেছিলেন, অভিনয় ছেড়ে সেই লেখাপড়ার জগতেই আবার ফিরে যান ময়ূরী। নিউ ইয়র্কে ‘মার্কেটিং অ্যান্ড ফিনান্স’ নিয়ে এমবিএ কোর্স করেন। তার পর থেকেই শুরু তাঁর কর্মজীবন। একাধিক বহুজাতিক সংস্থায় কাজ করার পর ময়ূরী আবার ফিরে এলেন পাবলিসিস গ্রুপে। সংস্থার ইন্ডিয়া ডেলিভারি সেন্টারের একেবারে মাথায় বসলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement