Yoshika Verma

চোখ নয়, যেন ঠোঁটের ইশারায় কথা বলেন এই উঠতি বলি নায়িকা!

তিনি সুন্দরী। তিনি ‘হট’ নায়িকা, সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে এমনই সব মন্তব্যে। তবে অনেকেই বলছেন, এই নায়িকা চোখ নয়, ঠৌঁটের ইশারায় কথা বলেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৯ ১০:৩০
Share:
০১ ০৯

তিনি সুন্দরী। তিনি ‘হট’ নায়িকা, সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে এমনই সব মন্তব্যে। তবে অনেকেই বলছেন, এই নায়িকা চোখ নয়, ঠৌঁটের ইশারায় কথা বলেন।

০২ ০৯

আসলে এই বলি নায়িকা এক স্টার কিড। তিনি বলিউডের জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্টান্ট ডিরেক্টর পাপ্পু ভার্মার মেয়ে জোশিকা ভার্মা। ‘ক্রোধ‘, ‘অগ্নিপথ’ ছবিগুলির অ্যাকশন স্টান্ট পরিচালক তিনিই।

Advertisement
০৩ ০৯

তবে বলিউডে জোশিকার প্রথম প্রবেশ একজন সহকারী পরিচালক হিসাবে।

০৪ ০৯

ব্যারি জন অ্যাক্টিং স্টুডিয়ো থেকে অভিনয় শিখেছেন তিনি।

০৫ ০৯

প্রশিক্ষণ নিয়েছেন স্টান্ট, অ্যাকশন ও ঘোড় দৌড়েরও। জোশিকার সাহসের তারিফ করেছেন অনেকেই।

০৬ ০৯

চাইল্ড আর্টিস্ট হিসাবেও কাজ করেছেন তিনি। বেশ কিছু বিজ্ঞাপনে কাজও করেছেন। তাই ক্যামেরার সামনে অভিনয়ে অত্যন্ত স্বচ্ছন্দ জোশিকা।

০৭ ০৯

বলিউডের এই নায়িকার প্রথম ছবি ছিল ‘ডর অ্যাট দ্য মল’। ছবিটি মুক্তি পায় ২০১৪ সালে।

০৮ ০৯

‘ইয়ে হ্যায় বকরাপুর’-এর জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছেন জোশিকা। আসলে বাবার থেকেই অভিনয়ের অ আ ক খ শিখেছেন অভিনেত্রী, দোহায় বলিউডের একটি অনুষ্ঠানে জানিয়েছিলেন এমনটাই।

০৯ ০৯

‘পেডলার’ নামে একটি ক্রাইম থ্রিলারেও দেখা গিয়েছে তাঁকে পার্শ্ব চরিত্রে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement