Entertainment News

দুষ্টুমি চোখে-মুখে, শুটিং ফ্লোর মাতাচ্ছে ‘গুড্ডু’

কখনও ফ্লোরের মেঝেয় শুয়ে গড়াগড়ি দিচ্ছে, কখনও সাউন্ড রেকর্ডিস্টের হেডফোন কানে দিয়ে ডায়ালগ বা গান শুনছে, কখনও আর্ট ডিপার্টমেন্টের জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করছে, কখনও বা মই বেয়ে তরতর করে উপরে উঠে যাচ্ছে, আবার কখনও বা ফ্লোর সাজানোর সাদা পাথরগুলো রসগোল্লা ভেবে খেতে যাচ্ছে!

Advertisement

মৌসুমী বিলকিস

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ১৩:৫৩
Share:

অভিরূপ সেন।

ক্যামেরার সামনে তো বেজায় ভালমানুষ! কিন্তু ক্যামেরার পিছনে? সেখানেই তো তার যাবতীয় ‘কর্মকাণ্ড’!

Advertisement

কখনও ফ্লোরের মেঝেয় শুয়ে গড়াগড়ি দিচ্ছে, কখনও সাউন্ড রেকর্ডিস্টের হেডফোন কানে দিয়ে ডায়ালগ বা গান শুনছে, কখনও আর্ট ডিপার্টমেন্টের জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করছে, কখনও বা মই বেয়ে তরতর করে উপরে উঠে যাচ্ছে, আবার কখনও বা ফ্লোর সাজানোর সাদা পাথরগুলো রসগোল্লা ভেবে খেতে যাচ্ছে!

গোটা ফ্লোর তটস্থ, কখন সে কী করে বসবে কেউ জানে না! নাম: অভিরূপ সেন। বয়স? বছর ছয়েক!

Advertisement

‘গুড্ডু যেখানে গুড়িয়া সেখানে’ ধারাবাহিকের অন্যতম শিশু অভিনেতা অভিরূপ। গুড্ডুর চরিত্রে অভিনয় করছে সে। স্বভাবতই দিনের বেশির ভাগ সময় তার কাটছে শুটিং ফ্লোরে। শুটিংয়ের সময়টুকু ছাড়া শুটিং ফ্লোরে কী করে সে?

দেখুন, বিনোদনের নানা কুইজ

যা যা করে, সে সব আগেই বলা হয়ে গেছে।

শুটিংয়ের ফাঁকে কী করতে ভাল লাগে গুড্ডুর? প্রশ্ন শুনে খেলার ফাঁকে সে সামনে এসে দাঁড়ায়। একটু সময় নিয়ে উত্তর দেয়, ‘‘আমার?...অ্যা...(একটু ভেবে)...সবথেকে ভাল লাগে...খেলতে... উমম...(সময় নিয়ে ভাবে)...সাউন্ড রেকর্ডিস্টের হেডফোন কানে দিয়ে শুনতে সব থেকে ভাল লাগে। আর্ট ডিপার্টমেন্ট আর সাউন্ডের আঙ্কলের সঙ্গে আমি বেশি খেলি।’’

আর কী কর? আবার একটু ভাবনায় পড়ে গুড্ডু। যেন বেশ মজার কিছু মনে পড়েছে এমন ভঙ্গিতে বলে, ‘‘আমি লুকিয়ে লুকিয়ে এক দিন কাটার পিস (লাইট কাটার চৌকো পাতলা প্লাইবোর্ড) নিয়ে বাইরে পালিয়ে গেছি!’’

আরও পড়ুন, ভুয়ো নাম ব্যবহার করেছিলেন বিরাট! ফাঁস করলেন অনুষ্কা

কেউ দেখতে পায়নি? ‘‘হ্যাঁ, ‘এই ধর ধর, কাটার পিস নিয়ে চলে যাচ্ছে’ বলে লাইট ডিপার্টমেন্টের এক জন কাকু আমাকে ধরে নিয়ে এল।’’ কথাটা বলেই খুব মজা পেয়ে হাসে গুড্ডু।

শুটিংয়ে থাকতে বেশি ভাল লাগে না কি স্কুলে? ‘‘শুটিংয়ে ক্যামেরা দেখতে বেশি ভাল লাগে। শুটিংয়ে সবসময় মা থাকে তো...তাই। স্কুলে তো মা থাকে না। আমার কান্না পায়।’’

আরও পড়ুন, ও খারাপ ভাবে ছুঁয়েছিল, সহঅভিনেতার বিরুদ্ধে মুখ খুললেন টিনা

গুড্ডুর মা ইপ্সিতা সেন বললেন, ‘‘আসলে কোনও দিন ভাবিনি ও অভিনয় করতে পারবে। ও তো খুব ছটফটে। শুটিং ফ্লোরে সারা দিন খেলা করে। ইউনিটের সবাই ওর সঙ্গে খেলে তো, বেশ মজা পায়। নো ডাউট যে বাচ্চা তো, কাজ করতে করতে মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু ফ্লোরে দুষ্টুমির জন্য বকাও খাচ্ছে, কাজও করছে। ও পরিচালক অনুপমদার কথা সব থেকে বেশি শোনে। আমাকে আলাদা করে চিন্তা করতে হয় না।’’

গুড্ডুর একটা ছোট্ট সাইকেলও ফ্লোরে রাখা থাকে। ফাঁক পেলেই সাইকেল নিয়ে স্টুডিয়োর মধ্যে চক্কর কাটছে গুড্ডু।

কাজ কি আর একটা গুড্ডুর?

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন