Advertisement
E-Paper

ও খারাপ ভাবে ছুঁয়েছিল, সহঅভিনেতার বিরুদ্ধে মুখ খুললেন টিনা

গত রবিবার টিনা অভিযোগ করেন, একটি টিভি শো-এ অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় মোহিত খারাপ ভাবে তাঁকে স্পর্শ করেছিলেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৯ ১৩:৪৬
টিনা দত্ত। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

টিনা দত্ত। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

টিনা দত্ত। বাংলা টেলি ধারাবাহিকের একসময়ের পরিচিত মুখ। পরে হিন্দি ধারাবাহিকে কাজ শুরু করেন তিনি। ‘উত্‌রান’-এ টিনা তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। সেই টিনা এ বার সহঅভিনেতা মোহিত মলহোত্রার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন। যদিও সে অভিযোগ অস্বীকার করেছেন মোহিত।

গত রবিবার টিনা অভিযোগ করেন, একটি টিভি শো-এ অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় মোহিত খারাপ ভাবে তাঁকে স্পর্শ করেছিলেন। ‘‘আমরা যখন টিভি শো-এর শুটিং করি, অনেক সমস্যা থাকে। ছোট, বড়, খারাপ— অনেক সমস্যা। আমি আমার সমস্যাটা প্রোডাকশন টিমকে জানিয়েছি। মোহিত সংক্রান্ত সমস্যা। প্রোডাকশন টিম খুবই সাপোর্ট করেছে’’ সাংবাদিকদের বলেছেন টিনা।

যদিও টিনার এ হেন অভিযোগ উড়িয়ে দিয়েছেন মোহিত। তিনি সাংবাদিকদের বলেন, ‘‘যদি অন্তরঙ্গ দৃশ্যে টিনার অস্বস্তি হয়েও থাকে, ও প্রথমে আমাকে কেন বলল না? আমরা যে সেটে শুট করছিলাম, ৫০ জন দেখছিলেন। সব কিছুই ক্যামেরায় ধরা আছে। এখানে তো লুকনোর কিছু নেই।’’

দেখুন, বিনোদনের নানা কুইজ

মোহিত আরও জানান, প্রায় ১১ বছর ধরে তিনি সিনে ইন্ডাস্ট্রিতে রয়েছেন। এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। টিনাও ভুল কথা বলছেন। এমনকি, বয়ান পরিবর্তন করছেন বলেও অভিযোগ করেছেন অভিনেতা।

আরও পড়ুন, ‘ফ্রেন্ডস’ বানান ভুল লিখে ট্রোলড ‘মত্ত’ সুহানা!

Akarsh and Jhanvi sizzling on the screen 🌟💫✨ Watch daayan tonight at 9.00pm only on @andtvofficial @balajitelefilmslimited @dattaatinaa #daayan #andtvofficial #tvshow #balajitelefilms #tv #mohitmalhotra

A post shared by Mohit Malhotra (@mohitmalhotra9) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

Tina Datta Bollywood Celebrities TV Sexual Harassment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy