টলিপাড়ার আলোচিত নায়িকা তিনি। মূলধারার বাণিজ্যিক ছবির মুখ না হলেও খুব কম সময়েই স্টুডিয়োপাড়ায় নিজের জায়গা তৈরি করেছেন অভিনেত্রী। মডেলিং দিয়ে শুরু। টলিপাড়ার তাবড় পরিচালকদের পছন্দের পাত্রী তিনি। শহরের নামী ব্যবসায়ীর সঙ্গে অনেক দিন সম্পর্কে ছিলেন নায়িকা। মাঝে মনোমালিন্য হওয়ায় প্রেমিকের থেকে দূরে ছিলেন নায়িকা। এখন নাকি সব সমীকরণ বদলে গিয়েছে।
এক সময় প্রেমিকের সংস্থার মুখ হিসাবেও দেখা গিয়েছিল তাঁকে। পরে বদলে যায় সেই মুখ। তা দেখেই প্রশ্ন তুলেছিলেন অনেকে। শোনা গিয়েছিল, সম্পর্কের দূরত্বের কারণেই সরে এসেছিলেন অভিনেত্রী। কিন্তু এখন নাকি পুরনো প্রেমিকের কাছেই ফিরে গিয়েছেন নায়িকা। আগেও নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি তাঁরা। তার পর প্রেম ভাঙা, সেই দূরত্ব ঘোচা নিয়ে কোনও আলোচনা শুরু হোক সেটাও চাননি দুজনে।
আরও পড়ুন:
বেশ কয়েক বছর আগের কথা। শহরের এই ব্যবসায়ীকে নিয়ে হয়েছিল বিপুল আলোচনা। সবার চোখ ছিল তাঁর দিকেই। সময়ের সঙ্গে সবটাই থিতিয়ে গিয়েছে। তবে টলি-নায়িকাদের প্রতি যে তাঁর বিশেষ আকর্ষণ আছে, তা কিছুটা আঁচ করা যায়। শোনা যাচ্ছে, এই নায়িকার সঙ্গেই নিজের ভবিষ্যৎ দেখছেন ব্যবসায়ী।