স্টুডিয়োপাড়ায় কখন যে কার ভাগ্য বদলায় তা বোঝা খুবই কঠিন। কথায় আছে , ‘আজ যে রাজা, কাল সে ফকির।’ অনেকেরই ধারণা, প্রযোজক-পরিচালকদের ঘনিষ্ঠমহলে এক বার ঢুকতে পারলেই কেল্লাফতে। কিন্তু সবসময় যে এই হিসাব মেলে না। তাই তো টলিপাড়ার প্রথমসারির নায়ক, প্রযোজকদের ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও নাকি কাজ নেই টলিপাড়ার উঠতি এক নায়িকার হাতে! ঘনিষ্ঠমহলে আলোচনা এমনটাই।
২০২৪ থেকে ২০২৫–এর দুর্গাপুজো পর্যন্ত তাঁকে নিয়েই আলোচনা হয়েছে। কখনও তাঁর গান, কখনও আবার ছবির নায়কের সঙ্গে তাঁর ব্যক্তিগত সমীকরণ নিয়েও হয়েছে বিপুল আলোচনা-সমালোচনা। যদিও কোনও কথাকেই নায়িকা খুব বেশি গুরুত্ব দেননি। বরং হাসিমুখে সব পরিস্থিতি সামলেছেন। শোনা যাচ্ছে, দুই ‘হিট’ নায়কের নায়িকা হয়েও হাতে কোনও কাজ নেই অভিনেত্রীর। ভরসা শুধুই ‘ব্র্যান্ড’-এর শুটিং এবং অনুষ্ঠান। ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, নায়ক নাকি আগামী ছবি থেকে বাদও দিয়ে দিয়েছেন আলোচিত অভিনেত্রীকে।
তা হলে ব্যক্তিগত সমীকরণ কি কোনও কাজে এল না? টলিপাড়ার অন্দরের ফিসফাস, অভিনয় ছাড়া নাকি বাকি সবেতেই ওস্তাদ হয়ে উঠেছিলেন অভিনেত্রী। তাই ইন্ডাস্ট্রির সমসাময়িক অভিনেত্রীদের একেবারেই সহ্য হচ্ছিল না। আর এই আলোচনায় নাকি ক্ষুণ্ণ হচ্ছিল টলিপাড়ার কিছু প্রযোজনা সংস্থার ভাবমূর্তি। তাই নাকি এই মুহূর্তে নায়িকাকে আগামী কাজে না নেওয়ার ভাবনাচিন্তাতেই এগিয়েছেন তাঁরা। যদিও আদপে কী ঘটবে, তা এখনই কিছু বলা যাচ্ছে না।