দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণার পর থেকে ক্রমশ উত্তেজনা ছড়াচ্ছে বাংলাদেশে। জায়গায় জায়গায় গাড়িতে অগ্নিসংযোগ, দোকান ভাঙচুর, বোমাবাজির অভিযোগ উঠে এসেছে। থানাতেও বোমাবাজির অভিযোগ উঠেছে। ঢাকা এবং বরিশালে অন্তত তিন জনের মৃত্যুর খবর মিলেছে। গত বছরের অগস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দল আওয়ামী লীগের সমর্থকেরা মঙ্গলবার বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখিয়েছেন। তাঁদের উপর হামলার অভিযোগ উঠেছে জামাত (বাংলাদেশে জমিয়তে-ই-ইসলামী) এবং পুলিশের বিরুদ্ধে।
বিধানসভা ভোটে এনডিএ-র বিপুল জয়ের পর এ বার নতুন সরকার গঠন হতে চলেছে বিহারে। সেখানে আবার জেডিইউ প্রধান নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন বলে শাসকজোটের একটি সূত্রের খবর। ওই সূত্র জানাচ্ছে, রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে আজই ইস্তফা জমা দেবেন নীতীশ। আজই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করতে পারে এনডিএ। মুখ্যমন্ত্রী হিসাবে নীতীশের সমর্থনে বিজেপি-সহ বাকি শরিক দলগুলি চিঠি পাঠাবে রাজভবনে। বৃহস্পতিবার বিহারে শপথ নিতে পারে নতুন সরকার। প্রসঙ্গত, আজই বিহারের বর্তমান বিধানসভার মেয়াদ আনুষ্ঠানিক ভাবে শেষ হবে।
আজ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর একাদশ-দ্বাদশ শ্রেণির ইংরেজি বিষয়ের ‘ভেরিফিকেশন’ রয়েছে। মোট ১ হাজার ২০০-র মতো প্রার্থীকে ডাকা হয়েছে। মঙ্গলবার বাংলায় ৭০০-রও বেশি প্রার্থীর ‘ভেরিফিকেশন’ সম্পূর্ণ হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ছয় জন এই ভেরিফিকেশনে অনুপস্থিত ছিলেন।
কলকাতায় প্রথম টেস্টে হারার পর ভারতীয় দলের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট গুয়াহাটিতে। কলকাতা থেকেই ভারতীয় দলের গুয়াহাটি যাওয়ার কথা। দলের সঙ্গে না যাওয়ার সম্ভাবনা শুভমন গিলের। দ্বিতীয় টেস্টে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সে ক্ষেত্রে দুই টেস্টের সিরিজ়ের দ্বিতীয় টেস্টে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। পিছিয়ে পড়া ভারতীয় দলের সব খবর।
রাজ্যের কোনও জেলায় আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণ এবং উত্তরবঙ্গের সব জেলায় আগামী তিন দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তার পরের চার দিন তাপমাত্রার হেরফের হবে না। শনিবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে চলেছে আরও একটি নিম্নচাপ অঞ্চল। সেটি আগামী ৪৮ ঘণ্টায় আরও সুস্পষ্ট হবে।
আজ কলকাতা পুরসভার মাসিক অধিবেশন বসবে। দুপুর ১টা থেকে মেয়রের নেতৃত্বে এই অধিবেশনে অংশ নেবেন কাউন্সিলরেরা। চেয়ারপার্সন মালা রায় পুরসভার এই অধিবেশন পরিচালনা করবেন। শহরের নানা সমস্যা ও সমাধানের প্রস্তাব নিয়ে আলোচনা হবে অধিবেশনে।