Entertainment News

‘চিনি কম’-এর স্বীনী খারা-কে এখন কেমন দেখতে?

২০০৭-এ আর বাল্কি-র সেই ছবি আজও সিনেপ্রেমীদের কাছে ফেভারিট ছবিগুলোর অন্যতম। ফেভারিট সেই ছোট্ট ‘সেক্সি’ও। ১০ বছর পেরিয়ে এখন কেমন দেখতে সেই সেক্সি?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মে ২০১৭ ১৪:৫৬
Share:

অমিতাভের সঙ্গে ‘চিনি কম’-এর স্বীনী।

‘চিনি কম’-এর সেক্সিকে কী ভোলা যায়? সেই ছোট্ট মেয়েটা, মোটে ৯ বছর বয়স। কিন্তু, কী টকর টকর কথা! পাশের বাড়ির ৬৪ বছরের অমিতাভ থুড়ি বুদ্ধদেব গুপ্তের সঙ্গে তার ভাব। নিজের থেকে ৫৫ বছরের বড় বৃদ্ধকে মুহূর্তে নিজের বন্ধু ভেবে নিতে কোনও সমস্যা ছিল না ক্যানসার আক্রান্ত ছোট্ট সেই মেয়েটার।

Advertisement

আরও পড়ুন, জন্মদিনে মেয়ে সুহানাকে সারপ্রাইজ দিলেন গৌরি

২০০৭-এ আর বাল্কি-র সেই ছবি আজও সিনেপ্রেমীদের কাছে ফেভারিট ছবিগুলোর অন্যতম। ফেভারিট সেই ছোট্ট ‘সেক্সি’ও। ১০ বছর পেরিয়ে এখন কেমন দেখতে সেই সেক্সি?

Advertisement

স্বীনী খরা। ১৯৯৮-এ ১২ জুলাই মুম্বইয়ে জন্ম স্বীনীর। নার্সি মোনজি কলেজ অব কমার্স অ্যান্ড ইকোনমিক্স থেকে কমার্স নিয়ে পাশ করেছেন স্বীনী। প্রথম ছবি ‘পরিণীতা’ দিয়ে বি-টাউনে পা। এর পর নজর কাড়েন ‘চিনি কম’-এ। ‘সেক্সি’ চরিত্রের জন্য সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিলেন স্বীনী। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে ধোনির ছোট বোনের চরিত্রে।

ছোট পর্দাতেও অভিনয় করেছেন স্বীনী। ২০০৫-এর জনপ্রিয় টিভি সিরিয়াল ‘বা বহু অউর বেবি’তেও অভিনয় করেছেন স্বীনী। অভিনয় করেছেন জনপ্রিয় ডেইলি শো ‘দিল মিল গয়া’তেও।

২০০৫-এ হলি ছবি ‘আফটার দ্য ওয়েডিং’-এও দেখা গিয়েছিল তাঁকে।

(ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement